বুধবার, ৯ মার্চ, ২০১৬

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়

উজাগর


খুঁটিয়ে তোলা ব্রণের দুধ 
আমার বয়ঃসন্ধিটা ছিল ঘাবড়ে যাওয়া হাইমেন
আর একটা ভৈরবী রঙ্গ
লে হাওয়ালে ওয়াতন সাঁথিয়ো হতে 
মজ্জা তন্তুর পীয়াসী লোকাতুর
রিগ্রেশনের গ্রেভিতে
আবীর মোড়ানো
খুনিয়াবস্তি
দাঁতাল জিহা-জু-রী
তরু ক্ষীর ললাটে বেহাগ ছড়ালো
বসন্ত বউরি

**
আইকম নামের মুষলাধার স্নায়ু
ক্লাসরুমের বাইরে দাঁড়া বলেই ভাগ্লবা
জিরাফ, ধাক্কা দেওয়া ইউরিনাল
ক্লিশে মতো তুবড়িবাজি
শিশি র্তি জিভের আতর
হে কনসার্ট ফেরত ডিজিটাল আখর
রেফের মুক্তকায় ব্রণের ঢেকুর
দিব্যসংশয় শূন্য
হোঁচটে নামাচ্ছি এক্কা-দোক্কা


**
জনান্তিকে বেগতিক বিদ্রুপকামী
ওয়া আললাহ্গুলে খাচ্ছেন ক্যাপুচিনো
চিনা বস্তির সাতাত্তর, উল্টো পীরের
মাগী-মদ্দায় ব্রণের সাংসারিক
তীব্র কটাক্ষ লেপন
তন্দ্রাহত আইল্যাশ
পিরানহা জনিত হাইরাইজের ইততালা
আমার হাতের কিন্তু রেখাপাত আছে
বেফিকর চাঁদনি ব্যাকরণ ওগো তুচ্ছ
ওগো নেত্রমণি
মুদিয়ালী নির্জন তিলের ভ্যানিস
পয়েন্টব্লাঙ্ক
অগত্যা পাল্টে যাচ্ছে উপদ্রুত


**
সে সব ব্রণের গর্তে নধর ডায়ালগ
ইরেক্ট মার্কা মর্মবিধুর অনুপ্রাস
মাজারে জিন আছে
আছে একটা ধুমসো নাগর
হাঁটু র্তি গজিয়ে ওঠা মোহনবাঁশি
আল্লাহতালার শব্দ কেটে বেড়িয়ে আসে
তিস্তা তোর্ষা
কুয়াশায় খাবি খেতে খেতে বিশ্বাসবাবুর কুলকুচে
উর্দুলিপি শেখে বিনিময় প্রথা

আমার শহরে হজরত নামেন

1 টি মন্তব্য: