বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

বলাকা সেন

একটা কাব্য লেখো

গড়াদের ঝুরো মরচের গন্ধ
স্যাঁতস্যাঁতে ঝামা খসা শিথিল দেওয়াল
জ্যোৎস্না বিমুখ কল্পনার বুলি ছুঁড়ে দিতে
ব্যাকটেরিয়ার হাওয়া রোমকূপে ছুঁইছুঁই
দগ্‌দগে ঘায়েতে লালায়িত ছুঁচো
আপাদমস্তক শিখলের কারসাজি হাসাহাসি
গুটি গুটি পায়ে শব্দের আনাগোনা
মগজের মেমোরি কার্ডে টাইপ কপি পেস্ট
একটা চটপটে কাব্য চাই? কি পারবে না?
স্বাধীনতা বিফলে দিচ্ছ মূর্খ!
হাত পায়ের আঙুল ফাটা ঠোঁট প্রস্তুত, কলম ধর
ছন্দময় দুর্গম গ্রন্থ, পাটে যাক সূর্যের হাত ধরে
ভোরের পরিযায়ী শোনাবে তোমার অমৃতবাণী।



ঠাৎ একদিন  

বিশ্বের ভূগর্ভ লোকায়তিক ভাস্কর্য
কতই না শিলালিপি আদিম গুহার চিত্রে
পাথারে পাথারে ধুলাম্য ঝড়ে
ঢাকা সভ্যতা ছড়িয়ে ছিটিয়ে
দুর্নিবার মানব শক্তি উন্মোচন করে
নব সত্য নব তথ্যের আহা মরি
বিস্তার্য ইচ্ছাশক্তির প্রবল প্রাচুর্য
বিশ্বব্যাপী প্রযুক্তির শামিয়ানা
সকলই অল্প অল্প স্বাদ আস্বাদন
ক্ষণিকের ভূকম্পন অকস্মাৎ
দিগঙ্গনা নিঃসীম অতিকায় কমল 
ধূলিসাতের আতঙ্ক মনে মনে
ঠাৎই কোনোদিন পুনরায় যেতে হতে পারে
আদিম যুগের শৈল চিত্রকলার গুহা জীবনে
পাথর ঘর্ষণে অগ্নিসংযোগই সভ্যতার পরম সত্য।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন