বিপর্যস্ত
ডিজিটাল ইন্ডিয়ার থমকে যাওয়া হাওয়া!
ঘুরে গেছে দিকবলয়,
নতুন ঝড় বয়ে গেছে উত্তরে,
নক্ষত্রের কনফারেন্সে,
হাঁটছেন কী ঈশ্বরী?
ঘুরে গেছে দিকবলয়,
নতুন ঝড় বয়ে গেছে উত্তরে,
নক্ষত্রের কনফারেন্সে,
হাঁটছেন কী ঈশ্বরী?
ভুল বকছেন স্রষ্টা,
মাতাল পৃথিবী,
মাতাল করলে তুমি!
মাতাল পৃথিবী,
মাতাল করলে তুমি!
দাবানল
ঝলসে উঠল আতঙ্ক -
নিভে গেছে আলো,
ঘর্ষণে ঘর্ষণ -
জেগে উঠছে আগুন!
নিভে গেছে আলো,
ঘর্ষণে ঘর্ষণ -
জেগে উঠছে আগুন!
বার্দ্ধক্য
হামাগুড়ি দেওয়া স্মৃতি,
কুঁজো হওয়া সময়,
লাঠির পাশে হাত!
ভাতের বদলে পথ্য,
কুঁজো হওয়া সময়,
লাঠির পাশে হাত!
ভাতের বদলে পথ্য,
সূর্যাস্তের সময় এখন,
পাখিও ঘরে ফিরছে...
পাখিও ঘরে ফিরছে...
প্রলেপ
স্তবকে দাঁড়িয়ে ঢেউ,
তারারা মিছিলে একা,
প্রান্তরে নেপথ্য সেনা
খোলা মাঠে দেখা!
হেসেছ অবিকল চেনা,
অচেনা মরুতে আলো।
জানে না, খোঁজে না
আজ কেউ নেই ভালো।
মিছিলে মুখে মুখ
সাদা ঠোঁটে লালা,
জবাব উঠেছে এসে,
ঠিক শোনে কালা?
স্তবকে ধরেছে ঘুণ
হামা দিয়ে হাঁটি
স্বদেশ হাঁটছে একা।
মাটি টাকা - টাকা মাটি!
তারারা মিছিলে একা,
প্রান্তরে নেপথ্য সেনা
খোলা মাঠে দেখা!
হেসেছ অবিকল চেনা,
অচেনা মরুতে আলো।
জানে না, খোঁজে না
আজ কেউ নেই ভালো।
মিছিলে মুখে মুখ
সাদা ঠোঁটে লালা,
জবাব উঠেছে এসে,
ঠিক শোনে কালা?
স্তবকে ধরেছে ঘুণ
হামা দিয়ে হাঁটি
স্বদেশ হাঁটছে একা।
মাটি টাকা - টাকা মাটি!
নিষিদ্ধ
রাস্তা হয়েছে বন্ধ,
সে কর্পূরে দিনান্ত,
কেন সাইরেনে
বাঁশি বাজেনি?
সেই ভালোবাসা এক রত্তি,
ছিল কথা তিন সত্যি,
নিয়ে উড়ে গেছে,
সুখ পাখিটা।
ছিল কথা তিন সত্যি,
নিয়ে উড়ে গেছে,
সুখ পাখিটা।
বুক পাখিটা,
দূরে জানালা,
একা কেরোসিন স্টোভে,
বাঁচে কী?
দূরে জানালা,
একা কেরোসিন স্টোভে,
বাঁচে কী?
জানে
নি সে জানে না,
কেন মনটাতে
তার জোছনা,
ঘরে আসেনি!
কেন মনটাতে
তার জোছনা,
ঘরে আসেনি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন