ভুলের ডাকনাম
আনন্দ ঘোর।
জীবনের কাছে ভিড়তে দেয় না
কেটে নেয় অন্ত্যমিল জোড়া লাগানোর ছলে।
রিভিশন দিচ্ছি সে ভুল
যে নির্দেশনায় আনন্দ নিজেকে খোলে।
ঝরে পড়ছে পুষ্টিহীন চুল দল অস্বীকার করে
ময়লাভর্তি নখে ঘুমন্ত আঙুল এগোচ্ছে,
এগোচ্ছে কলমের দিকে।
এইবারে শেষ ঘন্টা
আনেনি প্রবেশপত্র, স্বপ্নে কি ঢুকতে দেওয়া হবে তাকে!
নির্মোহ ধ্যান
নির্বিঘ্ন ঘুম হয় না
ঘুমের মধ্যেও অট্টহাসি শুনি
স্বপ্ন কিংবা কোনো ভুলভাল নামে ডেকো না
আমার বাস্তব ধ্যান ভেঙে যাবে জন্মের মতো।
পাহাড়টা দাঁড়িয়ে আছে, যেন বাধ্যগত প্রেমিক
দু’পাশ
থেকে উত্থানপ্রিয় শহীদ মিনারের আকৃতি নিয়ে।
পাহাড়ে পাহাড়ে ফাঁসির মঞ্চ একে
মিহি সবুজের অবমাননা করব না এইবেলা।
বরং দেখো, প্রকৃতির
অগ্নিবিষয়ক অভিজ্ঞতা
এক অংশ উস্কে দিলে অপর অংশ শুষে নিচ্ছে।
বিশ্বস্ত টানেলের ভেতর পায়চারী করা পা
নিয়তিকে তাড়িয়ে নিতে চায় সংখ্যাগরিষ্ঠতার দিকে।
নির্বিঘ্ন ঘুম জরুরি
একত্রিত হবে বলেই কি পাহাড়ি মেঘ কাঁধে তুমি
নৈশব্দের ডাল বেয়ে নেমে আসছ স্বপ্নে, আমার নির্মোহ ধ্যানে!
তবে শোন, তোমাকেই
বেশি জরুরি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন