রবিবার, ২৯ জুন, ২০১৪

০৩) যশোধরা রায়চৌধুরী


বুদ্‌বুদ

বুদ্‌বুদ্‌ ফাটিয়া গিয়াছে। সেই বুদ্‌বুদ্‌টা শেষ অবধি ফাটিয়া গিয়াছে। বেশ কিছুদিন হইতে শহরের মাথার উপরে বুদবুদটা ছিল। উহাকে প্রথম দেখা যায় বৎসর পাঁচ আগে। সে সময় নিদারুণ খরায় দেশ জ্বলিতেছিল। আমরা বুদবুদটিকে মেঘ ভাবিয়া, আসন্ন বৃষ্টির প্রতিশ্রুতি ভাবিয়া, খুব উত্তেজিত হইয়া শহরের মধ্যের চারিয়ালিতে জমা হইয়াছিলাম। প্রবল আগ্রহে উহার দিকে চাইয়াছিলাম। ভিড় জমিয়াছিল বিস্তর। বৃষ্টি হয় নাই। কিন্তু আমাদের আশা মরে নাই। আমরা খরার অভিশাপ হইতে সে যাত্রা রক্ষা পাইয়াছিলাম প্রাকৃতিক বর্ষায়। কিন্তু বুদবুদ রহিয়া গিয়াছিল।

তাহার পর দুই তিন বৎসর ধরিয়া রঙিন বুদবুদটি আকাশে ভাসমান রহিল। আমরা নিচে দাঁড়াইয়া শোভা নিরীক্ষণ করিলাম, আনন্দ করিলাম, রং দেখিতে দেখিতে মাতাল হইলাম, পাগল হইলাম। কেহ কেহ অভিজ্ঞ ও আশঙ্কাপীড়িত বৃদ্ধ বলিল, বেশিদিন  রহিবে না, ফাটিয়া যাইবে। আমরা সর্বাত্মক চেষ্টায় বিশ্বাস করিতে চাহিলাম, না, ফাটিবে না, রহিবে। আমাদের শহরে যে কোনো আলো নাই, কো্নো রং নাই, কোনো আশা নাই।  আশা এক ঐ বুদবুদ। উহাকে ফাটিয়া যাইতে দিব না কিছুতেই!

আমরা বুদবুদের নিচে সময় কাটাইতে লাগিলাম। বুদবুদ নিয়া গান বাঁধিলাম। বুদবুদের সঙ্গে কথা বলিলাম আপন মনে। নাচিলাম, লাফাইলাম, মেলা করিলাম। উৎসব করিলাম। সবেমাত্র দীর্ঘকালীন এই বুদবুদ দর্শনে অল্প ক্লান্তি আসিয়াছিল। বিশ্বাসও আসিয়াছিল, যে এ বুদবুদ যাইবার নহে, রহিবার। ফুলিয়া ফাঁপিয়া বুদবুদ বিশাল হইয়াছে এতদিনে। হইবে না, আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার বুদবুদ যে,  কত না শ্বাস প্রশ্বাস গান কথা উৎসাহ প্রেরণার গ্যাস ঢুকিয়াছে উহাতে! হঠাতই, আপনা হইতে, সে বুদবুদ ফাটিয়া ফর্দাফাঁই হইল। এক সকালে আমরা যখন তাহার নিচে আশ্রয় নিতে আসিলাম, প্রবল ঘূর্ণিবাত্যা, অন্ধকার করা মেঘ-ধূলা-ধোঁওয়ার স্রোত হইতে বাঁচিব  বলিয়া। কথা নাই, বার্তা নাই, বুদবুদ ফাটিল।

আমরা আজ অসহায়। স্বপ্নহীন। আশাহীন। হে সুন্দর বুদবুদ, তুমি ফাটিবেই যদি, জন্মাইলে কেন? এতদিনের সঞ্চিত বাসনা কামনা তোমাতে ঢালিলাম। তুমি গায়েব হইবেই যদি, আমাদের ছাত হইবার ভাণ করিলে কেন?

২টি মন্তব্য:

  1. হুঁ, বুদবুদ ফাটিবার জন্যই জন্ম লয়... বৃহদাকার গ্রহন করে... বিন্দু বিন্দু বিন্দু লইয়া... উহা বাস্তবিকই ছলনাময়/ময়ী! সুন্দর লেখা।
    শ্রাবণী দাশগুপ্ত।

    উত্তরমুছুন
  2. ভালো লাগলো । তবে এটিও যেন আগে পড়েছি পড়েছি কোথায় মনে হচ্ছে !! অদ্ভুত তো !

    উত্তরমুছুন