বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪

১১) ওয়াহিদা

শ্যামবর্ণ

জোনাকির আলোহীন দুর্বোধ্য শহরে -
গায়ের আশ্চর্য রঙ।
সিঁড়ির ভাঙনে - মুখরিত বাঁচার জৌলুস।
জলাভূমে রোদ – রঙের স্বাদ,
অভিমানী পোশাকী পিপাসার ঘ্রাণ,
নামহীন সম্পর্কের দুঃখভরা ভেজাতট,
জটিল প্রশ্নপত্রে বিব্রত হিসেব –
স্বপ্ন বুনছে দূরবীনে।
অতএব রঙধনুর গায়ে ম্যারাথন চিহ্ন।


অবগাহন


অস্থির বসন্তে তেতে আছ...
তোমার বুকে সদ্য ফোটা ফুলে
ঘুম যায় লক্ষ নিঃস্ব প্রজাপতি;
চিরকুমার শিমূলের ডানার গন্ধ
খোপায় রাখে বসন্তের অভিসার চিহ্ন।

অস্থির অনুভবে ভিজে আছ...
তাই বিষণ্ণ প্রলাপের দীর্ঘশ্বাস আশ্চর্য সুন্দর!
সবুজ পাতার কম্পমান ঠোঁটে শির শির গান।

অস্থির রূপটানে ডুবে আছ...
ধুলোবালি শরীরের নিচে,
গোপন জল চোরা স্রোতের শিকার।
মেঘে যদিও বৃষ্টির গোপন নিঃশ্বাস;
তবু দিনের মৃত্যুতে –
শরীর সর্বস্ব ছেলেমানুষ যুবক হয়ে ওঠে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন