বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪

১২) নীলাব্জ চক্রবর্তী

বোতাম

এই ঘন হয়ে আসার নাম সেপ্টেম্বর
বোতাম থেকে হারিয়ে যাচ্ছে
আর একটা একটা করে ছায়া পুড়িয়ে ফেলছে

আমি কি অবিশ্বাস করব
আমি কি অবিশ্বাস করব


বাসি বিয়ে

পাতা ঝরিয়ে ফেলছে
একটা অন্যমনস্ক জানালা
মেয়েটির জন্য                ক্রমে
হ্যালো             আঁকা হলো
                     লেখা হলো
কয়েক পঙক্তি ফিনকি ওঠা তারা

আর
এমনি এমনিই
আপনাদের ওভারটেক করে গেল
গোধূলিগগনে শব্দটা


হলুদ করিডোর

একটা গ্যালারির আমি ছিল

আর একটা
হলুদ করিডোরের
সান্দ্র হেঁটে যাওয়া

চেয়ার থেকে মাংসের কুহু গড়িয়ে পড়ছে
একটু            দূরে
রাখা হলো প্রিয় শব্দটির
তাপমান


সান্দ্রতা

পর্দা থেকে মৃত বরফের সাবটাইটল
টুপি উল্টে উল্টে
পেরিয়ে যাচ্ছে              তুলোর ভেতর দিয়ে
ফুটে ওঠা
শহরের অস্পষ্ট মাপজোখ

ভারী কাগজের মতো
নার্স হস্টেলের অন্ধকার ঝরে পড়ছে 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন