দর্জি
সময়ের বুকে রক্ত
নষ্ট হবার নেই দোষ
কুয়াশা সরাতে
সরাতে ডেড লক
ডানে ডানপন্থা
বামে অতিবাম
ছেলেটা চেনে না
বর্ণমালা
জানালার শরীর
জুড়ে ইঁদুরের বোধোদয়
খোলা চোখে আসে
সিফিলিস
চোখ বুজলেই
বেইমান সকালের ভিড়
কুয়োর-সমুদ্রে
ব্যাকরণহীন নুন
গর্তে গর্তে ছেয়ে
গেছে যন্ত্রণা
কাচের মতো
গুঁড়িয়ে গেছে সময়
আমি ঈশ্বর নই
ছেঁড়া আলো সেলাই করতে পারি।
ঘুমনামের শহর
পাখিরা ডানা ঝেড়ে
রেখে গেছে ঝুলন্ত রাত্রি
প্ল্যাটফর্ম জুড়ে
অপেক্ষার জনপদ
জেগে থাকা রেলট্র্যাক
বেঁকে যায় অদৃশ্য আল বরাবর
পর্দা সরিয়ে জেগে
উঠে ঘুমনামের শহর
ছায়ারা হাঁটতে
শিখেছে বহুদিন... ঘুমশহরের প্লেটে
কনজেনিট্যাল ভেইন
বেয়ে কিউমিলিটিভ ডট
সুতোর শরীরে
বাঁধা ডাউন টাউন ঘুরছে লাট্টুর মতো
আলোহীন চুল লেগে
থাকে ঘামের পাহাড়
ঠোঁট ছুঁয়ে পাতার
মতো ঝরে যাচ্ছে নার্সিঃশ্বাস
কাদাখোঁচার মতো
ঘাঁটতে থাকি ধোঁয়াশা
ডালিম দানা মিস
করা কমেডিরা ক্যাকটাস মনে হয়।
কাপড় বদল
জুতোর ফিতেতেই
চোখ এঁটে থাকে
আমরা ঘর বানাই...
চাষ করি একফালি সংসার
বহুজল ঘেঁটে
জাহাজের প্রত্যাবর্তন
বন্দরে ফেরা
বালিশের ইঙ্গিতে
এর পর ঘাট থেকে
পিছলে পড়ে রোদ
ঘোরানো সিঁড়ি পথ
হেঁটে
পাথরের মুখে
শব্দরা ভাঙছে
হারানো চিঠির
মতোই
নিরুদ্দেশ
কাপড় বদল
যোনি থেকে যোনিপথ
আত্মার আপাত প্রতিসরণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন