শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৪

১৬) বিশ্বজিৎ


ওরিজিনাল

সম্পর্ক
কোনটা দূর, কোনটা কাছে
মাইল জুড়ে আমাদের
একমাত্র ব্যবধান...
চলায়-চলায় কত নিশীথ ঘুম
কত পরিণত তাৎপর্যের বৃদ্ধি
ক্রমশ যাপন ছুঁয়ে যায়
আরো অনাবশ্যক
          পরশ পরিণাম...


বেঘোর
চোখ বুজলে
পরিচিত ছবি, পরিচিত শব্দের ছারখার
কোনও রূপ নেই... তবুও রূপের নামে একঘর দোহাই

প্রাণপাখি এক্কা খেলছে, প্রাণপাখি দোক্কা খেলছে
চলতি শব্দে কত নিপুণ যন্ত্রণা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন