বুধবার, ১৭ জুলাই, ২০১৩

২৫ মনোতোষ আচার্য

দুটি কবিতা মনোতোষ আচার্য



নূপুর 
ক্যানভাসে আঁকা মুখ, শরীরের গন্ধ লেগে আছে
তুলির লিখনগুলি ফুটে আছে জলরঙের স্বপ্ন জাগিয়ে
গালের ব্রণ, আঁচিলের দাগটিও স্পষ্ট শিল্পের প্রসাদে...
আবেগে জড়ানো মায়া ছন্দের ক্লাসঘরে
বেজে ওঠে খরার নূপুর
বাতাসে বুনো কোরকের গন্ধ...
মৃদু মন্দ নির্জন দুপুর। এসেছি জলের কাছে
বসে আছি নিবেদিত খেলা
বঁড়শিতে বিঁধে থাকা হৃদয়ের উষ্ণ অবহেলা...


পাখিদল 

অনন্তের ড্রাইভার হতে চেয়ে নানা গাণিতিক চিহ্ন
এঁকে দিলে যাপনের রোদে...
অভিযান বারবেলা মানে না বলেই পরিযায়ী পাখিদল
শূন্যতার মহাবিস্ফোরণে
তাঁবু ফেলে আত্মরক্ষা চায়...
তোমার কলম জুড়ে ‘অহং’রা খেলা করে দেখানেপনায়
ময়লা মুখোশ পরা সাদা গুন্ডারা
জলপোকা দেখে দেখে সময় কাটায়...
ওগো সময়ের দেবী, আঁচলের ছায়া দিও
ভাত থালায়, এঁদো নর্দমায়, স্বপ্নের আঁতুড়ঘরে... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন