মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

সমরেন্দ্র বিশ্বাস

 

কালিমাটির ঝুরোগল্প ১৪০


ব্যা ব্যা ম্যাঁ ম্যাঁ

ভীড় বিপদজনক পথ! ছুটন্ত মানুষজন। গাড়োল গাড়িগুলোর হর্ণ। সাইকেলের ক্রিং ক্রিং।

যেতে যেতে সাইকেলের ক্যারিয়ারে বাঁধা কাঠের পাটাতনটা আমার হাতটা ছুঁয়ে গেল। সামান্য চোট লাগলো।  সাইকেলটার পেছনে ক্যারিয়ারে বাঁধা ছোট্ট বাঁশের পাটাতন! তাতে কসাই মার্কা লোকটা একটা ছাগলকে বেঁধেসেধে বসিয়ে ভীড় রাস্তায় চলছে।

চেঁচিয়ে বললাম - ভীড় রাস্তা, দেখতে পাচ্ছো না! লোকজনের গায়ের উপর দিয়ে সাইকেলে চালাচ্ছো!

আমার চেঁচানিতে কসাইটা দাঁড়ালো না। কিন্ত পেছনে ক্যারিয়ারে বাঁধা ছাগলটা কঁকিয়ে ডেকে উঠলো - ব্যা ব্যা। ম্যাঁ ম্যাঁ।

ছাগলটার দিকে তাকিয়ে মনে হলো, আমিও একটা ছাগল হয়ে গেছি। দেশের অনুশাসনহীন ভীড় ভারাক্কার যত্তোসব রাস্তা! সেই রাস্তা ধরে কেউ যেন আমাকেও বেঁধে নিয়ে চলেছে! সামনেই কসাইখানা। আমার মুখ দিয়েও আওয়াজ বেরোচ্ছে - ব্যা ব্যা। ম্যাঁ ম্যাঁ।

বাজারের সামনেই বন্ধ কারখানার কিছু মজদুর। দিনজোগালি কাজের জন্য রাস্তার ধারে বসে আছে। গার্ডেনরীচে আমার কারখানাটাও বন্ধ হবো হবো করছে। সাইকেলে বসানো আমাকে এখন মাংসের দোকানে জবাই করা হবে। আজকেই দুপুরে সরকারী বাজেটের বিতর্ক অধিবেশন।

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন