শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

আমিনুল ইসলাম

 

কবিতার কালিমাটি ১৩৭

কাস্তে

 

পদার্থের ঘুমন্ত দশা = আকরিক থেকে

জেগে ওঠে রং-পলাশ

আলপথে জলপথে কচিকাঁচা পায়ে মাখে

লাটানো ঘুড়ির আকাশ

 

তুইও মাতাল হতে নেমে আয় মাটির ওপর

শরীর বেয়ে আলতো ঝুমকোলতার

 

হাতুড়ি

 

তুড়ি দিয়ে ডেকে নেওয়া সহজ অতি

মাদারির ইশারায় নাচে বাঁদরের মতি

আজ কাল পরশু এই পরম্পরা প্রবাহিত  

সরোবর সেজে দেখছে মুখের ছবি

 

তারা

 

আকাশের নীলে লুকিয়ে গোপন

সূক্ষ্ম কারুকাজ আলোময় জানা

নিভন্ত নয় সে প্রহর জেগেছে ক্ষীণ

গতিময় স্বাধীনতা মেলেছে ডানা

 

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন