কবিতার কালিমাটি ১৩২ |
তানা বানা
(১)
আবছায়া
ঝিঁঝি পাতা
দূরিয়া চোখ
তানা বানা
শান দিচ্ছে
হা হা কল্পে
যৌনতাকে।
একমহলার ফুটফুটে পা
সঙ্ঘচেতা
পরম বেহাগ
মাঝনিশীথে
কল্পনা তো
স্বয়ম্বরের।
একঘড়া তান
অঝোর দিয়ে
অষ্টচরণ
একহাঁটু জল
পাঁচ চাতালে
একলা বসায়
দীর্ঘ চুমু।
শেষ মলাটের
আব্রু খোলা
রাগ হুতাশী
রেওয়াজ করে
নিরুত্তরের
উজান ভাসান…
(২)
একহাত
মনস্তাপের
কস্তুরীবাগান
তৃতীয়াংশ ছায়াশূন্য
বর্ণনা দেয়
সাদা থানের।
অঘোষবর্ণ
বিজনঘরে
শিরশিরে দেশ
কয়েক কদম
দরাজবাড়ি
ধোঁয়া উঠছে।
রহস্যঘর একটু এগোয়
নুপূর ত্রিতাল
গন্ধে ব্যাকুল
লিরিকগুলো।
মেখলাগলি
সন্ধ্যামণির
রেওয়াজ
করে
অন্ধকারের
নাফোটা মূল
পলক যোনি…
(৩)
ফ্রেমে আকাশ
উলোটমাটি
জলের প্রহর
অস্তরাগে
ফুটফুটে ঝুপ।
তিন পর্দা
লতানো রাত
ধান উপোষী
আশ্বিনে দেয়
কানপাশা কোল
মৌটুসিতে
তিলক বাথান
দুপুর খেলা।
নিরক্ষরের অক্ষ যতি
দরজাবিহীন
আকাশ যেমন
ঘুম ফেলতে
দুধে
আলতা
এখানে টুপ
ওখানে টাপ।
চার মাত্রা মৃত্যু বসা…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন