সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

শাহনাজ নাসরীন

 

কালিমাটির ঝুরোগল্প ১১৭


অপেক্ষা

ভোরের আলো ফুটছে। একটা অজগরের মতো শুয়ে থাকা সকালের দিকে চেয়ে থাকতে থাকতে ভারী নিঃশ্বাসের শব্দ শুনি। পাখির চেঁচামেচিতে শুয়ে থাকা দায়। বিছানা ছেড়ে পা টিপে টিপে বারান্দায় যেতে যেতে ভাবি মনটা কী বিকল হয়ে যাচ্ছে নাকি! পাখির কলতান না বলে ভাবছি চেঁচামেচি!

পাশের দরজায় কান পাতি। দরজার নিচ থেকে বের হয়ে আসছে এসির ঠাণ্ডা বাতাস। আমি একটু সরে দাঁড়াই। এখন  কাউকে জাগানো যাবে না… অপেক্ষা করতে হবে। তাদের ইচ্ছে ঘুম ইচ্ছে জাগরণ… বললে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হয়।

আমার শুধু অপেক্ষার প্রহর হয় না শেষ। সেই কবে একজন বলেছিল, অপেক্ষা করো! সেই থেকে অপেক্ষা আর অপেক্ষা। আজকাল মনে হয় এইসব অপেক্ষার কোন শেষ নেই অথবা আছে এমন একটি সমাপ্তি যেখানে অপেক্ষার শেষবিন্দুতে আমরা মুখোমুখি যতসব অপ্রতিরোধ্য খুনখুনে কাশি, ঠনঠনে হাড় আর নড়বড়ে দাঁতের গল্প নিয়ে।


1 টি মন্তব্য: