কবিতার কালিমাটি ১১৬ |
খোঁজ
বিকেল ডুবছে
আদমখোরের জঙ্গলে
আর
মেধাজর্জর জীবন
বন্ধুবিকেলের দিকে-
চার আনার দিন,
আধুলি কুয়াশা আর
মোহরের সূর্যাস্তু
নিয়ে
ভার্চ্যুয়াল
গন্ডি পেরিয়ে
ঠিকানা নেই
আছে খোঁজ
শুধু খোঁজ মনমানুষের
আছে বুকের বাঁ-পাশে
পুঁটলি বেঁধে,
চাপা কষ্ট একটু
নিজের মত।
মাধুকরী
আর ঠিক এভাবেই
মানবিক ছোঁয়া
পাবার আশায়
হাঁটি-হাঁটি
পা পা করে এগোয় নিকোটিন ও কাশির শব্দ।
কুটোর মত উড়ে
জীবন, মৃত চাষে
আরো কিছু ধূলো ও
ধূসরসিক্ত ফুল।
বাঁচা যেন দীর্ঘ
কৌতুক
জীবন সম্যক
মাধুকরী,
আলোচাল পেলে
পায়েসের গন্ধ
পড়ে থাকে হাত কামড়ে।
পক্ষীরাজের আদলে
(১)
ভাঙার পর যা
আর জোড়া লাগে না তা-ই
ব্যক্তিগত
কেবল সান্ধ্যমুহূর্ত্তগুলো
হিমেল চাওয়া, পূনর্নির্মাণ
করতে থাকে আমাকে
অপেক্ষা করি
যাপনের ভুল
ত্যাগে যাতে না যায় এই সময়
(২)
পরবর্তীতে শুধু
অধিকারবোধ
জরাজীর্ণ জানলার
কাচ সরিয়ে
এক একটি দিন,
রেখে দিই নিজের মতন।
পক্ষীরাজের
আদলে
একটা ঘুড়ি
আমি নীচে
হালকা ভীষণ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন