কবিতার কালিমাটি ১১৫ |
ঝড়
আকাশে ঝড়
হাওয়ায় ঝড়।
মেঘসিঁড়ি ভেঙে চৌচির
হুড়মুড় করে
ভেঙে পড়ছে হৃদয়।
এ সময়ে তুমি
পাশে নেই
আমার দুচোখ
জুড়ে অনন্ত রাত
আমি অন্ধের
মতো হাতড়াচ্ছি একবিন্দু আলো
সাড়া নেই শব্দ
নেই যেন মৃতদের শহর।
আমার হাতে দাঁড়ি
সম্পর্কের প্রতিশব্দ
মাপছি জীবনের পাতায়
জীবন অথৈ শূন্যতা।
একদিন ঝড় থেমে
যায়
দেখি মৃত্যুর
যন্ত্রণা নিয়ে উঠছে ভোরের সূর্য
ঠিকানা
আজও দুমড়ে মুচড়ে
আলগা হয়ে যাচ্ছে
এক একটি হৃদপিণ্ড
চাপ চাপ রক্ত।
ভিজে যাচ্ছে মাটি
চারদিকে মৃত্যুর
গন্ধ। আকাশে অভূক্ত শকুন।
শীতের সুবাস
মাখি গা বরাবর
ঝুল বারান্দায়
বন্দি জীবন
বিলক্ষণ হাতছানি
ভুলে যাচ্ছি
চৌকাঠে আঁকা প্রিয় ডাকনাম।
গ্রেনফেল টাওয়ারে
শোকের ছায়া
রাস্তায় নিঃশব্দ
মিছিল
পালিয়ে যাচ্ছে
হাজার হাজার মানুষ। শূন্য বলয়
নিরুদ্দেশ ঠিকানা।
জীবন
দ্রুত ক্ষয়
হয়ে যাচ্ছে দিন
জন্মদিন
উৎসব দিন
জানি এ সব কোনোদিন
চিরস্থায়ী হয় না।
হৃদয়ের ভালোবাসা
মরে যাচ্ছে
ভাঙছে জীবন
একাকিত্ব ট্রামলাইন
উদাসীন সংসার।
ভেসে যাচ্ছে সুখ দুঃখ।
যা দেখছি
যা খাচ্ছি সব
বিস্বাদ
যেন লোনা সমুদ্রের
জল
বমি পাচ্ছে।
আকশের পায়রা নামছে মাটিতে।
আমাদের সম্পর্কে
আগুন
পুড়ে যাচ্ছে
মন
বসতবাটি
বাবরের মতো
প্রার্থনা করছি। কোথায় ঈশ্বর।
বুকের ভেতর
দলা পাকিয়ে উঠছে কষ্ট
ছুঁয়ে দেখি
জীবন
মৃত্যু
মৃত্যু হাতে
নিয়ে রেড ভল্যুন্টিয়ার ছুটছে চড়াই উৎরাই পথ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন