প্রতিবেশী সাহিত্য
বিদ্যা গুপ্তার কবিতা
(অনুবাদ : মিতা দাশ)
লেখক
পরিচিতিঃ কবি বিদ্যা গুপ্তার জন্ম মধ্যপ্রদেশের উজ্জয়নীতে। জন্ম তারিখ
২৯শে অক্টোবর ১৯৫৩। শিক্ষাক্ষেত্রে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বিভিন্ন
সাহিত্য সম্মানে সম্মানিত তিনি সমান দক্ষ কবিতা ও গল্প রচনায়।
ক্ষুধার গতি
এই কথাটি সত্য
পৃথিবীর একটি গতি আছে
কিন্তু স্পষ্ট বোঝা যায় না যে
পৃথিবী ঘুরছে
ক্ষুধা যখন পার করে ফেলে, সীমারেখা
তখন পরিষ্কার দেখতে পাই
আমি দাঁড়িয়ে
কিন্তু
পৃথিবীটা ঘুরছে।
ফিরে আসা মানুষ
জঙ্গল
জানি না কেন
মানুষ হব বলে
নিজের ইতিহাস রচনা করবে বলে
চলে এলাম
তোমায় ছেড়ে।
দেয়াল গাঁথলাম
ঘর, মহল তৈরী করতে
পৌঁছে গেলাম চাঁদে।
মুঠোয়ে বন্দী করলাম আলো
কিন্তু
সত্যি বলব, তখন থেকে
অন্ধ হয়ে গেলাম আমি।
আমার ভেতর ছড়িয়ে পড়ল মরু
গিলে ফেলল পৃথিবী
হারিয়ে গেল মানুষ।
বদলে গেল অনেক কিছু
আজ তুমি তুমি নও
না আমি, আজ আমি
জঙ্গল...
আমি খুঁজছি তোমায়
আর হারিয়ে যাওয়া মানুষকে।
আমিনাদের ব্যথা
মানুষ
মাথা থেকে পা অব্দি নিজেকে ঢাকতে পারে
এতো লম্বা চাদর তো হওয়া উচিত
খিদে যখন টান টান
তখন কিন্তু চাদর ছোট হতে থাকে
অনেক টান মারার পরেও আর ঢাকা যায় না
লজ্জায় মোড়ানো মুখ ও
সম্মানের লজ্জা জড়ানো পা...
তখন বাজারে হৈ চৈ বাধে
দর কষাকষি চলে বেশ রমরমা সব দাম
খুলে যায় সব দেহের দোকান
বিক্রি হয় নাবালক বয়স
বেচা কেনা করতে করতে
জীর্ণ বাড়ির ছাদ খোঁজে শেখে'রা
ওরা ভালোই জানে জীর্ণ রগের ব্যথা
তাই ওরা পরিবেশন করে বড় বড়
চাদরে আঁকা সবুজ সুন্দর বাগান আর সেই বাগানের কাঁটায়
মাছের মত আটকে পড়ে আমিনারা
আমরা ওদের জন্য কিছুই করতে পারি না
শুধু খবরের কাগজে পড়ে পাশে গুটিয়ে রাখি
কারণ মাথা থেকে পা অব্দি ঢাকা আমরা
তাই জানতেই পারি না কী করে
অনাবৃত্ত হয়
আমিনাদের ব্যথা।
পরিকল্পনা
প্রগাঢ় বার্তায় মগ্ন
বেশ তর্কাতর্কির মধ্যে
ভাঙা পড়েছিল কোণে
লাঠি গুলি
পাশ কাটিয়ে চলে গেল সাপ
আগের মত, কিন্তু
বৈঠক এখন চলছে।
জাগৃতি
সাবধান
এখন আর মরবো না
আমরা এখন বাঁচবো
সিং নিয়ে
লেজ নিয়ে নয়
নতুন পথ চলতে চলতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন