কবিতার কালিমাটি ১১০ |
সম্পর্ক বিষয়ক
গভীর ক্ষতর
পাশে রাতভোর শুয়ে থাকে ধারালো ছুরি আর অবশতা
লক্ষ রাখতে
রাখতে চোখ ব্যথাময়, ঝুলে পড়া চোয়ালে অবসাদ
রণে বনে জঙ্গলে
অভিশাপ কুড়োতে কুড়োতে নেশা লেগে যায়
একসময় খেয়াল
হয় ক্ষতকে স্পর্শ করছে ছুরিটি
নিরাময় দেবে
বলে না কি...
কেন না পর্যটন
মানচিত্রের বাইরে থেকে যায় এখান কার পাখিগুলি
এখানকার শিশিরফোঁটা
বেলা বাড়লে পাথর হয়ে যায়।
প্রেম বিষয়ক
একটা সুরহীন
বাঁশি পড়ে থাকে মনের কোণে
নি:সীম আকাশে
অন্ধকার ডানা মেলে একা উড়তে থাকে বিরহ। ভয় হয় কোনো উল্কার পতনে মরে যেতে পারে।
তাহলে নতুন
করে ভাবতে হবে অনেক কিছু
গান শোনার যন্ত্রগুলো
সারাব না আর।
এই সব মায়া
খানিকটা ম্যালিগন্যান্টও সহ্যের বাইরে ব্যথা
ছড়াবে আর আচ্ছন্ন করে রাখবে।
ঈশ্বর বিষয়ক
ঈশ্বর ও প্রেম হাত ছাড়িয়ে নিলে প্রেম দিব্যি একা তার বিশ্বাস নিয়ে
চলা শুরু করে আর হাসি কান্নায় কল্পনায় পথ কেটে যায়।
মুস্কিলটা হয়
ঈশ্বরের
একা একা সাহস
করে এক পাও এগোতে পারে না
প্রাণহীন মুর্তি হয়ে যায়।
খুব ভালো লাগল। ভারি সুন্দর শব্দের ছবি দেখলাম।
উত্তরমুছুন👍🌻👌
উত্তরমুছুনযাঁরা ভাল লেগেছে বলেছেন তাঁদের অশেষ ধন্যবাদ। তবে পরিচয় জানলে আরো ভাল লাগত।
উত্তরমুছুনবড় ভালো লাগলো।
উত্তরমুছুন