কবিতার কালিমাটি ১০৭ |
সময়
দেওয়ালকে
নীল ডাকতে
রঙ লাগছে
এই
চাঁদপারা ফ্ল্যাশব্যাকে
সমস্ত
মে মাস জুড়ে একটাই চিঠি
জানলায়
মাছেদের
গায়ে লেগে থাকা
ওইটুকু
কমলা অভ্যাস পর্যন্ত
বরফ
পড়ার যে শব্দ
ফ্রিজ
করে
রেখে
দেওয়া আছে
স্থির
একটা
পর্দা
কাঁচের পুরনো সিনট্যাক্স
কার আঙুল
বাক্সের
ভেতর ভেতর বদলে নেওয়া সময়…
প্রতিধ্বনি
পতাকায় অর্ধপতাকায় যে মুদ্রা হয়ে
এক বিভিন্নতা
বইছে
গুলিয়ে
যাওয়া ইস্যু
হাওয়ায়
পুড়ে যাওয়া
পাথরের ভেতর পাথর
ধ্বনির প্রতি
রূপের এক পাশে
জুম করছে
লোভ শব্দটা কেমন স্পষ্ট হরফে
লিখতে লিখতে
তবু স্মৃতির মতো কী যেন
জ্যামিতির মতো
আচ্ছন্ন...
লবণ-অমনিবাস ও সাধারণ নির্বাচন
হাওয়ায় হাওয়ায়
একটা পতাকা দুটো
ওয়াইড অ্যাঙ্গেল থেকে
স্লো মোশান
অথচ
শব্দটা শুধু
বেঁকে যেতে যেতে
কেন যে
একটাই ভেজা রাস্তা এভাবে
বারবার স্বনির্বাচিত হচ্ছে
শরীরভর্তি
লবণ-অমনিবাস
কার
ফ্রেমের
ভেতর দিয়ে দেখা
তোমায়
একটা
ফোন করব ভাবি বারবার...
দ্বিতীয় কবিতাটি ভালো লাগল। তৃতীয়টি প্রায় ভালো।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ... :)
মুছুন'বদলে নেওয়া সময়'-কে বড় চমৎকার ধরেছ, কবি। শব্দ এত গতিময়, তাল রাখতে দম বেড়িয়ে যাওয়ার অবস্থা। তবু পড়তেই হয়, ধীরে ধীরে কবিতা গ্রাস করে। অভিনন্দন, কবি।
উত্তরমুছুন