বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

নীলাব্জ চক্রবর্তী

 

কবিতার কালিমাটি ১০৫


দ্বিধা ও স্তুতির মাঝে যে কাঁচরঙের ঘুম

 

আমাকে সময় করো

হে প্রাচীন পুঁথির অভিলাষ

লক্ষ করো

সমস্ত পায়রা খুলে উড়ে যাচ্ছে

কাদামাটির স্তন ও জিজ্ঞাসা

কার

ঘ্রাণ এক ঋতুর অবশেষ

যে তুমি

ভাষার কাছে ভাষা হয়ে

দ্বিধা ও স্তুতির মাঝে

যে অসমীকরণ

শেডেড উপদ্রুত অঞ্চল পড়ে থাকতে থাকতে

দীর্ঘতর হয়ে

আমাদের কাঁচরঙের ঘুম উঠে আসে...

 

ঘ্রাণ

 

আবার জেনিফার

হে এই স্পর্শগুণ

কেমন উপচে

এক পরিণত ঘটনায় আসছে

সহজ মাধ্যম

মানে

ফেনা ফেনা একটা সময় হয়ে আছে

স্থির

কে দৃশ্য বলছে

চোখ

থিম বদলে বদলে

যে ঋতু এক ছিন্ন অভ্যাসে

বাতাস

ছায়া ও ক্যামেরার গায়ে

ফসলের দীর্ঘ ঘ্রাণ নিয়ে আসছে...

 

কাঁচের ভেতর

 

বোঁটার পাথর জানে

ছুরির বরফ পর্যন্ত যে অপেক্ষা

আগুন পর্যন্ত

এই ধাতুবিদ্যা ও লম্বনভ্রম

জানলায় জানলায়

আবেগরহিত এক স্মার্ট ডিসেম্বরে

অনপনেয় শব্দটা

কার

দৃশ্যের যে অতীত

দিনের ভেতর এঁটে যাওয়া দিন

ছায়া

কেমন

মন

যে কাঁচের ভেতর

সরে সরে

আমাদের জলের শরীর পর্যন্ত

 


1 টি মন্তব্য: