কবিতার কালিমাটি ১০৬ |
আবাহন
ভুল ভেঙ্গে
গেলে ডাক দিও।
রাত্রি শেষে
হিরণ্ময় জলে স্নান
করে এসে, লিখে
দেবো তোমার
ললাটে একটি
প্রিয় নাম, ভালোবাসা!
নট
কামের আগুন
নিয়ে
প্রেম যখন আসে
ধেয়ে।
ছোবলে নীল হয়ে যায়
সবুজ মনের মেয়ে!
প্রেম
আজ আর ভাবি
না কিছুই।
শুধু প্রেমকে করেছি শিরস্ত্রাণ!
স্মৃতির পাতায় লিখে যাবো সব।
যদি কথা দাও স্মৃতিকে দেবে সন্মান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন