বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

তৈমুর খান

 

কবিতার কালিমাটি ১০৫


হাইকুগুচ্ছ

 

💚

খোলা দরোজা

নির্ঘুম অভিলাষ

ঝরা পরাগ

 

💚

একাকী বৃষ্টি

ছুঁয়ে দেয় হৃদয়

স্বপ্নরা ভেজে

 

💚

যেতে যেতে সে

আঙুল রাখে বুকে

নীরব ভাষা

 

💚

রোদ চমকায়

দুরুদুরু বুকের

শান্ত ঝরনায়

 

💚

সে এক পাখি

প্রত্যহ ওকে ডাকি

কেউ শোনে না

 

💚

পায়রা নামছে

রোদের বেড়ালেরা

তীব্র হলো

 

💚

নদীকে ডাকি

বন্যা বিলাসিনী

নৌকা কোথায়?

 

💚

নরক-গীতি

গায় স্বর্গের পাখি

সূর্য নেভাই

 

💚

হলুদ জ্বর

বসন্ত নেই আর

কেবল তৃষ্ণা

 

💚

বিতৃষ্ণা এসে

পা মেলেছে শয্যায়

আজ সঙ্গম

 

💚

পড়ন্ত বেলা

রঙিন ঠোঁটে বার্তা

দেয় আকাশ

 

💚

ধর্ষণ সস্তা

মৃত রাষ্ট্রের কাছে

পাপ নির্মাণ

 

💚

এলোমেলো গা

চাঁদ গিলেছে রাহু

তীব্র কাঁপন

 

💚

জল-নৌকায়

গর্ভবতী আকাঙ্ক্ষা

দোদুল দোল

 

💚

মেঘ করেছে

ভারি সুন্দর মেঘ

নতুন মেয়ে

 

💚

পাড়াপড়শি

চুমু দিতে এসেছে

প্রেমিক মৃত

 

💚

কথার ভিড়ে

হারিয়ে গেল কথা

অসহ্য দাহ

 

💚

বৃষ্টির দিনে

সীমাহীন আক্রোশে

নেমেছে বজ্র

 

💚

কে ছুঁয়েছে পা?

মুগ্ধ দুয়ারে তার

ওড়ে পতাকা

 

💚

প্রসন্ন জলে

বিকেলের ছায়ারা

উচ্ছল হাসে

 

💚

মেঘেরা আসে

বৃষ্টিবিহীন দেশে

স্বপ্নে সোহাগ

 

💚

ইচ্ছেরা নৌকা

চাঁদের মতো ভাসে

কল্পনা কাঁদে

 

💚

কে যায় একা

দূরের অভিমানে

পোড়ে তার গা

 

💚

বাসনা কাঁপে

ছোবলে এত বিষ

কে বা তা জানে!

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন