শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

পিয়াল রায়

 

কবিতার কালিমাটি ১০৩


বিলাপ

           
এই পাগলের মতো হাওয়া
এই উদ্বাস্তু শিবির
এই ক্রন্দনাক্রান্ত আকাশের মায়া
কেবলই ভয় হয় হারিয়ে ফেলব তাকে
যার অর্ধেকটা আসলে আমারই

এখনই বিদায় বোলো না
এখনি ভাসিয়ে দিয়ো না আমাদের শালগ্রাম
দূর থেকে আসা মোরগের ডাক
আরো একটু চুপ করে শোনো
সকালকে দাও আরো একটু আদর

ঘুমিয়ে পড়ার আগে
কবরের পাশে যেন ফুটে ওঠে
স্পষ্ট ও পরিচ্ছন্ন বিলাপ


আগের জন্ম

মনে হয় কেউ নেই
অথচ আলগোছে
লেগে আছে মায়া

কতজন এলো
কতজন চলে গেলো
তারপর এলো সে
আশ্চর্য সুরিপথ
লাল মোরাম

ঘন বকুলের গন্ধে
গৃহস্থ জটিল
কখনো গুলাল
কখনো আসন্ন বসন্তে
খ্যাপা দিগম্বর

পূর্ণ রতির



কাল্পনিক

 

ভালোবাসা না পেলে   

               এক একটা মানুষ

                       দূরের কোনো দ্বীপ হয়ে যায়

 

শালিখ পাখির নিঃসঙ্গ ডানায়

চুপচাপ ভিজতে থাকে

ভিতরে ভিতরে জমে থাকা দুঃখগুলো 

 

এক একটা মানুষ কখন যেন

গভীর থেকে গভীরতর

মধ্যাহ্নের পাতা থেকে খুলে নেয়

জ্বরের উপাখ্যান

 

ভাবতে বসে

প্রতিকারের সবচেয়ে সস্তা উপায়

 

অথচ উপায় থাকে  না বলে

                    টুপটাপ কুয়োর ভিতর

                                    ঝরে পড়ে মানুষ

 

এক একটা মানুষ ঝুলির ভিতর 

                             নুড়ি কুড়োতে কুড়োতে

                               কখন যেন পরশপাথর পেয়ে  যায়


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন