কবিতার কালিমাটি ১০২ |
উভলিঙ্গ পুল
যে সেতু নীলু আর নীলা
এক মেরিজান জোড়ে সীমান্ত কেঁপে যায়
তাঁবু সড়ক দখল বেদখল
রক্ত ঝরে যেখানে অ্যাপল জুস ঝরার কথা নয়
আর আপেল বাগানে সেই যে কটেজ
শুকনো ডালের দিনে
নীলময় গান নাচ উভলিঙ্গ ঋতু
নিচে ভয় বয়ে চলে
মরণ রে নামের ঢেউ পলে ও পত্থরে
সাইকেলে পুঁথিরা যায়
স্কুটি যায় গার্জেন কলের বিদ্যাধাম
সামান্য চিয়ার্স শব্দে পারাপার লেখা হ'ল
নীলা নীলু ক্রিয়াপদ ছাড়িয়ে কোথাও
চুমু রক্ত খুশিপুল সশস্ত্র বর্ডার
পোড়ানো কবিতা
(১)
অটো ধোঁয়া ছাড়ছে
মাংস ধোঁয়া ছাড়ছে
আর আবহমান জলের সোঁদা ধোঁয়া
মুখ খোলাকে কেন মুখবন্ধ বলা হয় বইগুলি জানে না
আমিও জানি না কিছু কিডনিপুরাণ
নানান ধোঁয়ার মধ্যে হাঁ করা সঞ্জীব
কথা শেষ হয়ে গেল
নিজের ভোকাল অঙ্গ খুবকিছু না চিনেই
কিন্তু মোতির দোকান আমরা সক্কলে জানি
চা ফুরিয়ে গেলে কি দারুণ ধোঁয়া করত সঞ্জীব দাস
(২)
যাওয়ার গানেও তবলা সারেঙ্গী বসে থাকে
গুপিযন্ত্র বাউলা শরীর
শব্দ থেকে যা ঝরে
চোখে মুখে কুড়িয়ে পাইনি
নির্দিষ্ট দৃশ্যের ভূঁয়ে পড়ে থাকে ঝিনুক পলাশ
আঙুল বিষয় নয় পাখিটিও ভোরের গ্রাফিতি
মাঝসাঁঝে হাঁ করে আগুনাভ বিচিত্রানুষ্ঠান
মাত্র হারমোনিয়াম সহ ঢুকে গেল প্রিয় সঞ্জীব
খুব ভালো লাগলো গো।
উত্তরমুছুনখুব আনন্দ হল। ভাল থাকিস।
মুছুনখুব ভালো লাগলো গো।
উত্তরমুছুন'আঙুল বিষয় নয় পাখিটিও ভোরের গ্রাফিতি'
উত্তরমুছুনভালো লাগলো খুব ۔
আমারও অনেক আনন্দ হ'ল
মুছুন