শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

মৃণালিনী




রাস্তা  

(১)

রাস্তা দিয়ে হেঁটে চলেছি
না কি রাস্তাগুলো নিজেরাই নিজেদের ভেতর হেঁটে বেড়াচ্ছে!
আমি সান্নিধ্য যোগাচ্ছি তাদের মিল  বিচ্ছিন্নতার
উদভ্রান্তের মতো কেউ হারিয়ে যাচ্ছে সরু থেকে চওড়ায়
প্রত্যেকের নির্দিষ্ট নাম পরিচয়  চলনের বাঁক
তবুও স্বাধীনতা হারায়!

(২)

রাস্তা আলোচিত বৈঠকী আড্ডায় ঘটমান ঘটনায়
বইয়ের পাতায় জুড়ে জুড়ে
ভূ-গোলকে, ম্যাপে ছড়িয়ে ছিটিয়ে মানুষের অস্তিত্ব কবরে
শ্রীবৃদ্ধিতেও নীরব দর্শক;
বুকের পায়ের চিহ্ন সয়ে সয়ে ভঙ্গুর
অনায়াসে সহ্য করে শব্দ পাথরের খোঁচা
গায়ে মেখে নেয় উত্তপ্ত তরল পীচের ক্রিম

(৩)

রাস্তার ক্ষতে মিলেমিশে বড় অনেকেই
নামবংশ পরিচয়হীন
সরু নদী ধারায় চওড়া সমুদ্রে মিলেমিশে একাকার
রাস্তা আর মানুষ, মানুষ আর রাস্তা
স্বার্থে গড়ে ওঠে সেতু
রাস্তায় ইঙ্গিত বোঝে  রাস্তা
গোপন গল্পে রক্তাক্ত রাজপথের অলগলি বিধ্বংসী বন্যায়



পুনরাবৃত্তি

(১)

সব এক, সময়-কাল-ঘটনা পরম্পরা 
চরিত্রের চেহারা বদল
উজার করা ভালোবাসার সুর পুরনো  প্রতিশ্রুতি
স্বপ্নের বাগানে আকাশের চাঁদ নিয়ে খেলা আঁচলে
মনের দেয়াল বরফ প্রশান্ত সাগরের জলে
গলে গলে জল
আর 
জমে জমে বরফ।

চিড়- টা অকালেই ভরে যায়--
দেয়ালে জমা শ্যাওলার মতো নরম পরতে পরতে


(২)

বিশ্বাস কড়া নাড়ে, 
ঢুকে পড়ে সুদক্ষ অভিনয়ে ঢুকে পড়ে ভেতরে
আবার
        বারবার 
                আঘাত আসে
পুনরাবৃত্তি চলতে থাকে ধমনীতে
শিরায় শিরায়
            মজ্জায় মজ্জায়
 সব চরিত্রগুলোই স্টেজে
নীরব দর্শকের ভূমিকায়-পাঠক-শ্রোতা আমি।

সাতটি সাগর চোখে তোলপাড় উচ্ছ্বাস বুকে
আনমনা পাড়ের বালুচর
ছোট্ট ছোট্ট ঢেউ আর প্রবল স্রোতের  মিলন 
রাজার হাজার রানী
বাকহীন, ঘড়িতে সময় স্তম্ভ
অকারণে দেখে যাই একই ঘটনার পুনরাবৃত্তি।
                                                           

নেপথ্যের আঁচ

(১)

দাবানলে জ্বলেছিল খান্ডববন আঁচ শরীরের রোম কূপে
চাতকের চোখ বৃষ্টির আশায় নয়
আকাশে চিলের পাখার দিকে
পরিধি আর চিহ্ন রেখা
সীমানায় লোলুপ প্রেমের হাতছানি এড়াতে
বৃষ্টি দু'রূপে- কুয়াশার দ্বন্দ্ব  গরম জলীয় বাষ্পে
ভাবের দুধ জমাট বাঁধবার আগে দুধ ফেটে দই
পুষ্টির অভাবে জিরো ফিগারের যোগব্যায়াম
পর্দায় দৃশ্যমান রুপোলি জগৎ
ভাঙা কাঠের স্টেজে ফরচুলা পড়ে খসে
খালি পেটে অগ্যস্তের আগুন
রোষানলে অগ্নিগর্ভ ভাষা জ্বলে

(২)

কার্য কারণের ব্যবধান দুস্তর হলে
কল্পনার পরিমিত জাল নিমিষে পাখা মেলে
জবাবদিহি নিছক আত্মস্থ বেহিসেবির তাগিদ
প্রশ্নকর্তার চোখে যদিও উদ্ভাসিত পরিণাম
আলোর রোশনাই সুসভ্যতার রংবেরঙের লিপস্টিক
শুষে নিতে ব্যস্ত কৃত্রিম ছায়ার অলিগলি
নিষিদ্ধ ঝুপড়িগুলোতে লন্ঠন জ্বলে
চোখের গর্তে কুহুকের দাবানল
আগুন ভাসে জলচোখ সমুদ্রে
মনের কুঠুরিতে নশ্বরতার প্রশ্নে
মন্ডপ ছেড়ে ঈশ্বর মুখোমুখি
জবাবদিহির ছলে
পুজো নিতে আগ্রহী অথবা অনাগ্রহী





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন