শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

দেবাশিস মুখোপাধ্যায়




রাজা পাড়া

(১)

সুপুরি বাগানে আকাশ লেগেছে
ছুটির গল্প শেষ হলে
হেমন্ত দাঁড়িয়ে পড়ে মাথায়
কুয়াশা মাখছে দীপ
দ্বীপের নির্জনতায়
পড়ে আছে শিউলির চুল
তার চিবুকে লাল আভা ভেজা লজ্জার

(২)

ঝুপড়ির রূপকথায় সূর্যিমামা
মা বলতে বলতে ভাত ঢালে
এক বিশাল চূড়োয় মাংস সাঁতলায়
তারপর খিদে রাক্ষস 
স্বপ্ন ভেঙে ভেঙে খেয়ে নিলে
পর্দার পাশে জল চোখের
কাক ডেকে ডেকে ফিরে গেলে
গাছের ঘুম ভেঙে যায়

(৩)

ব্রীজের নীচে ফলে আছে নদী
সবজি মানুষ ভ্যান হেঁটে যায় বাঁধ বরাবর
ছিপে লেগে  চার
ডুব দিলে হেসে ওঠে জল ও কিশোরী
ঝোপ বিড়াল হয়ে হিসেবের কড়ি বুঝে নিলে
হালাল পাখি মাংসে আজ মহাভোজ

(৪)

আইসক্রিমের গাড়ি  নায়িকার
ছবি চুষে খাচ্ছে রঙিন বরফ 
কাঠির গায়ে নেলপালিশ আর
লিপস্টিক ঠান্ডা হয়ে যাচ্ছে ক্রমশ
নীল স্কার্ট সাদা টপ 
স্কুলের গন্ধ উড়ে উড়ে গেলে
কিছু বসে আঁকো ছবি
দেয়ালে দেয়ালে খরগোশ
কুয়োয় গর্জে উঠছে পশুরাজ
জঙ্গল জ্বলে যাবার পর

(৫)

পিঠে হাত রাখে উপসর্গ
তার ছায়ায় ভয় বাড়ে
শীত চলে আসে হঠাৎই
কুয়াশা লেখে চোখের পাতায়
সামনেই খাদ
গাছ সরে গেলেই 
ফেরা হবে না 

কাঁপ লেগেছে 
পাহাড়ের কাছে 
অগোছালো হয়ে যাচ্ছে
জমানো চিন্তা
পিপাসা বাসা বেঁধেছে
শুকনো ঠোঁটে
কাবেরীর গন্ধের সাথে
কার্ফু লেগেছে শরীর রাস্তায়

(৬)

এই বারান্দা বাহারিপুর
টগরের গায় পায়রা
টব টব পেরিয়ে
মেলা ডানায় 
খুশি লেগে যায় 

ও বাড়ির খাঁচা দেখে
খাঁচার বাড়ি চায়
রঙ 
মেলে দেওয়া 
শাড়ির দোল 

সুতো কেটে যায়
অভিমান নিয়ে
সে শোনে সিনেমার গান
খারাপ ভেঙে গেলে
টুকরো টুকরো ভাষা
জড়িয়ে ধরে খুব
ঠোঁট ফুটতে পারে না




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন