রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

রিয়া রিয়া চক্রবর্তী




বৃষ্টি 

বৃষ্টি এসো এদিকে এসো, 
ওদিকে যত ঈর্ষার কাতর মুখ। 
ওই প্রাচীন পুকুর পাড়ে,
জ্যোৎস্না গায়ে মেখে বসো। 
কৃষ্ণচূড়া, বকুল, হাস্নুহানার গন্ধ নিয়ে, 
 কান পেতে শোনো -

হাজার বছরের পৃথিবী জন্ম কথা।


পূর্বরাগ 

চাঁদের আলোয় লিখছে নতুন স্বপ্ন। 
ইউলিসিসের মতো তীব্র অথচ 
নার্সিসাসের মতো প্রেমাচ্ছন্ন স্বপ্ন। 
ট্যারেন্টুলার লালায় বিষাক্ত প্রেমের
রন্ধ্রে রন্ধ্রে গজিয়ে উঠেছিল পার্থেনিয়াম। 

এসো, সমস্ত মনের আভরণ খুলে 
কৃষকের ধানভানা শব্দের মতো, 
নির্জন সমুদ্রের গর্জনের মতো, 
পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা 
একলা পাখির মতো এসো। 
হরোপ্পার প্রাচীনতম শব্দের থেকে 
আবিষ্কার করো তোমার  শিলালিপি।


বিসর্জন 

রাতে প্রদীপের আলোয়
মৃন্ময়ীর চোখ এঁকে চিন্ময়ী
করেছিল যে পটলচেরা চোখের মেয়েটি-

আগমনীর সুর ছুঁয়ে যে 
অন্তঃস্বত্তা প্রতিজ্ঞা করেছিল কন্যাভ্রুণ
আর খুন হতে দেবে না,

এরা দুজনেই আজ খবরের শিরোনামে- 
দুজনের দেহই শহরের দুটো মর্গে রাখা আছে।

ডিজিটাল যুগে আগমনীর চেয়ে
 বিসর্জনের আর্তনাদ সুপার হিট।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন