বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

দেবাশিস মুখোপাধ্যায়




নির্জনতা

কোয়া বিরানী সি বিরানী হ্যায়
দশ্ তক দেখ্কে ঘর ইয়াদ আয়া।
গালিব

নির্জনতা একটি ভীষণ প্রিয় নাম
এই যে একলা নদী
আমার পাশে শুয়ে
পুরনো বাড়ির কথা
সুরে বাঁধে
আমি সেই ক্যাসেটের গায়ে
এইচ এম ভি পড়ি
টেপ খুলে যায়
দূরে এক নেড়ি কুত্তা
ভৌ শব্দে
পাড়ে জোয়ার আনে


বাড়ি

বেদরও দিওয়ারকা এক ঘর বানানো চাহিয়ে
কোয়ী হমসায়াহ্ নহ্ হো অওর পাবার কোয়ী নহ্  হো।
গালিব

এই বিশাল মাঠবাড়ি
আমার একান্ত আমার
দরজা জানালা নেই
পড়শি দারোয়ান কেউ নেই
বাতাস সংগীত সঙ্গ দিচ্ছে
সীমানা নেই খুশির
নীল আর সবুজ
লুটোপুটি খেলবার পর
ঘুম আনছে
এই বাড়ি অবাধ
ভালবাসায় জন্য হাঁ হয়ে আছে


মৃত্যু

হওয়স কো হ্যায় কার ক্যা ক্যা
নহ্  হো মর্ না তো জীনে কা-মজা ক্যা?
গালিব

মৃত্যুকে মজা বলে কাজ কাজ খেলি
স্থির হবার আগে চঞ্চলতা ধরি
মজা পুকুরের কাছে জলের কল্পনা
অনেক কলমীলতার জন্ম দেয়
সেসব যারা তোলে তারা জানে
সাপ ও ছোবল
তবুও আঙুলে আঙুলে সবুজ ছোঁয়া
আনন্দ আনে মরা জীবনে
একটা ফাটা ঘায়ে যে প্রলেপ এল
তাকে আরাম নাম দিলে
মৃত্যু খুব হাসে
কর্কট রেখা পেরোনের আগে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন