তোমাকে
ডাকার ভাষা
তোমাকে ডাকিনি আর
নিরর্থ পাহাড়ের ঝরনায়
একাকী নৈঃশব্দের গান শুনে গেছি
অবিরাম
নিজের বিষণ্ণ পালক ঝরে পড়েছে
একে একে
কোনও উড়ানের ইচ্ছা জাগেনি আমার
সারারাত নিসর্গের ভাষায়
শূন্য হয়ে গেছি
একটি নক্ষত্র আলো জ্বেলে দিলে
একাকী দূরের পথে চলে গেছে প্রেম
আমি তার অন্ধকার হাত ছুঁয়ে
জেগে আছি
তোমাকে ডাকার ভাষা নেই আর
মানবীরা কেউ আর এখানে বেঁচে নেই
চতুর্দশী
ওই কলতলার কাছে
এখনও রঙিন ছায়াটি পড়ে আছে
স্নিগ্ধ চপ্পল জোড়া শব্দে হেঁটে যায়
এখনও ধুলোপথে আলতা গড়ায়
বেজে ওঠে চুড়ি
ফর্সা হাতে ফোটে গোলাপ কুঁড়ি
রাত জেগে চেয়ে চেয়ে দেখি
আর কত রাত আছে বাকি
ডাকে ওই কলতলা, মেঘের কোলে চাঁদ
পাখিদের কলতানে ভোরের সংবাদ
মায়াময় মুখে রোজ শান্ত সূর্য ওঠে
ঢেউগুলি ছুটে এসে বুকে মাথা কোটে
স্রোত যায়, স্রোত আসে
শূন্যঘর ভরে যায় স্মৃতির উল্লাসে
ওই কলতলার কাছে
এখনও রঙিন ছায়াটি পড়ে আছে
স্নিগ্ধ চপ্পল জোড়া শব্দে হেঁটে যায়
এখনও ধুলোপথে আলতা গড়ায়
বেজে ওঠে চুড়ি
ফর্সা হাতে ফোটে গোলাপ কুঁড়ি
রাত জেগে চেয়ে চেয়ে দেখি
আর কত রাত আছে বাকি
ডাকে ওই কলতলা, মেঘের কোলে চাঁদ
পাখিদের কলতানে ভোরের সংবাদ
মায়াময় মুখে রোজ শান্ত সূর্য ওঠে
ঢেউগুলি ছুটে এসে বুকে মাথা কোটে
স্রোত যায়, স্রোত আসে
শূন্যঘর ভরে যায় স্মৃতির উল্লাসে
উৎসব
সিংহরা ঘুরে
বেড়াচ্ছে
আমাদের বিষণ্ন হরিণের পাশে
আমরা দুর্বহ আলোকে মুখ ঢেকে আছি
আজ কোনো প্রতিবাদ নেই
উৎসবে হিংস্র আকাঙ্ক্ষাদের
জয় ঘোষণা শুধু
অরণ্যসমাজের চাঁদ হাসছে আকাশে
কল্পিত ঈশ্বর
রাতের বাজনা বেজে উঠলেই
জেগে ওঠে আমাদের
কল্পিত ঈশ্বর
মানুষের অশ্রুফুলে ঝিকিমিকি রাত
মানুষের রক্তে রাঙা পূজার গোলাপ
সমস্ত বিষাদ চিরে যদিও ওঠে চাঁদ
চাঁদের ঘুঙুর নেই, জ্যোৎস্নায় ঝরে আর্তনাদ...
আমাদের বিষণ্ন হরিণের পাশে
আমরা দুর্বহ আলোকে মুখ ঢেকে আছি
আজ কোনো প্রতিবাদ নেই
উৎসবে হিংস্র আকাঙ্ক্ষাদের
জয় ঘোষণা শুধু
অরণ্যসমাজের চাঁদ হাসছে আকাশে
কল্পিত ঈশ্বর
রাতের বাজনা বেজে উঠলেই
জেগে ওঠে আমাদের
কল্পিত ঈশ্বর
মানুষের অশ্রুফুলে ঝিকিমিকি রাত
মানুষের রক্তে রাঙা পূজার গোলাপ
সমস্ত বিষাদ চিরে যদিও ওঠে চাঁদ
চাঁদের ঘুঙুর নেই, জ্যোৎস্নায় ঝরে আর্তনাদ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন