শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮

গোবিন্দ পাল




কবিতার ছন্দে

শ্রদ্ধার উপবনে আজ নিবিড় অন্ধকার
বিশ্বাসের ডালে আতঙ্কের বাসা
ঋণের নিশ্বাসে আশ্বাসের পাহারা
দোষটা না আমার না তোমার
টুকরো টুকরো রৌদ্র কুড়িয়ে
কত দিন'ই বা যায় অঞ্জলি ভরা
আদর্শের নৌকো ডুবে যাচ্ছে
অত্যাচারী গভীর জলাশয়ে
সততা পালিয়ে গেছে আততায়ীর ভয়ে,
আকাশ মুড়ি দিয়ে শুয়ে আছে যারা                                 
ইতিহাসের ছেঁড়া পাতায় চিহ্নিত ওরা,
আদর্শের রং এখনও যে ঘন হয়নি
থাকুক না মাথার উপর অজস্র তারা,
শীতল সবুজ ছায়ার ঘুর্নিপাকে পাকে
গড়েছে এরাই কবিতার ছন্দ
আছে শুধু তাতে ভালবাসা
আর নীলার গন্ধ,
নেই কোনো আগুন, নেই রক্তের পাহারা।


মনের কাব্যে

আমার বুকের জল
স্নিগ্ধ, তরল, নির্মল
মাঝে মাঝে আগুন হয়ে যায়
যখন ওরা ওদের বুকের বিষ
নির্মম ভাবে ছড়িয়ে দেয়,
আগুনটা আরো দ্বিগুণ হয়ে যায়
যখন সেই বিষে
অমৃতের নাম যায় জড়িয়ে,
আমি অসহায় নিমিত্ত মাত্র
মোমবাতির মত জ্বলতে থাকি
ভিতরে ভিতরে শুধু গলে যেতে থাকি,
তবু কোথা থেকে যেন
একটা বোধের প্রশ্ন জাগে-
মনকে বোঝাই মনের অনুরাগে,
নিজের মধ্যে নিজেকেই বুঝি
আর এই ঘোর অন্ধকারে
হাতড়াতে হাতড়াতে
মনের কাব্যে উত্তর খুঁজি।
    



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন