রবিবার, ৪ নভেম্বর, ২০১৮

পলাশকুমার পাল




আমাদের যাতায়াত

কবিতার মাঝে খাল কেটে
সেতু বেঁধে
আমাদের যাতায়াত পেরিয়ে যায়
কতশত ইতিহাস

কতশত পালক যেন
খসে যাওয়া বকম্ বকম্
শূন্য পায়রার খোপে-


অসমাপ্ত বিসর্জন

একবুক কথায় হাবুডুবু শহরও গলে
প্রতিমার মতো...
কাঠামোটা পরে থাকে বাঁশি যেন
বাঁশুরীর সেল্ফে
বাঁশ চিরে চিরে

বাতারা সেল্ফি তুলতে জানে না,
তবু নদীঘাটে এসে বসে
প্রতি বিসর্জনের রাতে-



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন