নদী বললো অকারণ হয়ো না
পুজোর থেকেও ফুলগুলো সুন্দর
যেভাবে সেতুর বাইরে বাইরে ঝুলে থাকে মানুষ
নদী বললো অকারণ হয়ো না
বাতাস বইছে
বাতাস বইছে
রোদের অপরাধে
গাছগুলোও সুন্দর
ওদের হাড়মাসে দলা পাকিয়ে পাকিয়ে মানুষ
উল্টানো ধাঁধার মতো
তোমার সাথে একদিন ঠিক
দ্যাখা হবে
উল্টানো ধাঁধার মতো
যে শরীর ঘাসের কাছে
জানলা ছড়িয়ে ছড়িয়ে বাড়িয়ে নিচ্ছিল দূরত্ব
আর আমাকে অভ্যাস ভেবে
পেরিয়ে যাচ্ছো ভুল
এসব চামড়ার ফ্যান্টাসি
ওসব রূপটান
তোমাদের ফসিল থেকে গড়িয়ে গড়িয়ে
শহর জুড়াতে চেয়ে
এবং গ্রাম
আয়নার সামনে
খুলে দিচ্ছো বিরাট হাঁ
এসব চামড়ার ফ্যান্টাসি
অনুবাদ হতে হতে
নিজেকে ডি.পি ভেবো না
কিছু গুঁড়ো পালকের ভঙ্গি
অসুস্থ ফ্রেম্
বা কিছু গুঁড়ো পালকের ভঙ্গি
ভেঙে ভেঙে
নবমীর সাঁঝে
ওরা ছোট হয়ে আসছিল
আর আমি
তেমনি কে যেন বৃত্তের মতো
সহজ অভিমানে
খুলে রাখে বাড়ি ফেরার পথ
খুব মন টানলো কবিতাগুলো
উত্তরমুছুনধন্যবাদ দিদি।
উত্তরমুছুন