স্মৃতি
একজন মানুষ চলে গেলেন
রেখে গেলেন কত কিছু
স্মৃতি তার ভোলা যায় না!
তিনি ছিলেন, তিনি যাচ্ছেন
সব চোখের সামনে ভাসে।
নতুন প্রজন্ম ভুলে যায় সব
মহাকালের হাওয়া সব
উড়িয়ে নিয়ে যায়!
আত্মার অহংকার শুধু
শিস্ দিয়ে ঘুরে বেড়ায়!
অসুখ
কে কোথায় আছে?
কোথায় যাবে?
এ কথাই শুধু ভেবে যাই।
মানুষের অবিশ্বাস
বেদনাবোধ জাগায়।
তাই লিখে যাই কবিতা!
কবিতা যেন এক
নৈঃশব্দ্য তাড়িত প্রেরণা।
গলাতে কর্কট রেখা
ঘুম ভেঙ্গে যায় নিথর
রাত্রির মধ্যযামে!
আমাদের সব বিশ্বাস
ভালোবাসা চলে যাচ্ছে
এক অন্ধকার ভবিষ্যতের
দিকে!
ধর্ম
(১)
বিষণ্নতার টুকরো টুকরো কথা গুছিয়ে
অপেক্ষায় আছি, একদিন বৃষ্টি আসবে
ধুয়ে পরিষ্কার করে দিবে আগ্রাসী ধর্মমত
পৃথিবীর পচা গলা লাশ নিয়ে আর ঘুরে
বেড়াতে হবে না আমাদের...
(২)
স্বপ্নহীন জীবনে কবিতা
যেন এক খালি কোঠা!
অতীত আর নৈঃশব্দ্য
যেখানে ধূলোতে লুটায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন