সোমবার, ৭ মে, ২০১৮

ইন্দ্রাণী সরকার




পরিকল্পনা প্রসূত

শনিগ্রস্তের মত বেঁচে আছি
সাথে চলেছে একরাশ ভুল
কালনাগিনী পাকে পাকে পেঁচিয়ে রেখেছে
আলটপকা ভুল করে ফেলেছিলাম
তারই খেসারত দিয়ে যাই

রুমাল এগিয়ে আসে
তবে কিছু মোছায় না সব গিলে নেয়
সারা শরীরে অবাস্তব খিদে
হাতড়ে হাতড়ে আলো জ্বেলে দেখি
ম্যাপের নক্সাটাই হারিয়ে ফেলেছি

যেখানে গন্তব্যস্থল বলে আজন্মকাল
হেঁটে যেতে চেয়েছিলাম
নিজ কৃতকর্মের দোষে সেখানে রেখে এসেছি
একমুঠো ছাই
তবুও বলব না হেরে গেছি



পৃষ্ঠপোষকতা

পৃষ্ঠপোষকতা সমানে সমানে হওয়াই বাঞ্চনীয়

যেখানে দুই শরিকের সদ্ভাব আছে এমনি পর্যায়ে
এক পক্ষের পরিচয় গোপন করতে হয় না
অধিকারবোধের প্রশ্ন নেই

যেখানে কুশল সংবাদ বিনিময়ে শুধু ফাঁক থেকে যায়
অপর পক্ষের বেশির ভাগ কথাই অবাস্তব
আসল সত্য গোপনীয়

ইতিহাসে দেখা গেছে সেখানে পৃষ্ঠপোষকতার অর্থ মৃত্যু


আদিরস  

নির্জন মোহনায় দিনপরী

ঘেঁটে ঘেঁটে চাঁদ খায়
আর খায় আদিরস
নিজের রোষে আর রসে
মাখামাখি হয়ে

সর্ষের মধ্যে ভূত

সুনসান সড়ক, আস্ত একটা
লিলিপুট হেঁটে যায়
মাখামাখি বালুচরে,
কাকের বাসায় কোকিলের ডিম


অসূর্যম্পশ্য

ভীষণ শুষ্ক হয়ে আছি
এ মরু প্রান্তর
শাখা প্রশাখাবিহীন

শতপদ্মের নির্যাসটুকু নিয়ে
কোনোভাবে বাঁচি

আমার শ্মশ্রুগুম্ফ ছাড়িয়ে যায় আমার আয়ু,
নি:শব্দ হও
খাজনা দিয়ে যাও মোর
ভগিনীসম প্রিয়া
বিশ্বাস করো এ তনু গৌরাঙ্গ
পথে পথে লুটিয়েছে শুধু
তোমারি তরে

বাকিরা দেখেও দেখে নি
অসূর্যম্পশ্য আমি
খাজনা দিয়ে যাও
স্মৃতির লেহনে

না না খাজনা চেয়ো না  
আমি তোমার রূপ চোখেও মাখি নি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন