বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

তাহিতি ফারজানা




ফুল ফোটানোর তাড়া

ঘুমের আরামের মতো
নেমে আসতে পারে না সমস্তই?

পাঁচ ফুট সাত ইঞ্চি রোদে
গলিত আক্ষেপ ধুয়ে গেল।

মুখোশনাচ - এক মহামারী;
ধুয়ে যেতে পারে না কি?

মৃত সম্ভাবনার ভেতর
ঢুকে পড়ুক
কিছু ফুল ফোটানোর তাড়া।


ফিরে এসো

দুটি মোটরবাইক ভিড়মুখী অন্ধকারে
একে অপরের দিকে এগিয়ে এলো। নিষ্কাম।
হাঁটুতে ক্ষত
মায়ের চোখ ফাঁকি দিয়ে সাদা ব্যান্ডেজ লাল।

টুপটাপ
আচমকা শান্তির মতো
ঢিল পড়লো।
আত্ম-সরোবরে।

ফিরে এসো
ভুল খাতে খরচ হবার আগে।



অতৃপ্ত

নৈঃশব্দ্য শূন্যস্থান পূরণ করতে পারে না
নৈঃশব্দ্য নিজেই এক শূন্যস্থান
আদিম।

অপেক্ষার সিঁড়িতে
ক্রমাগত আছাড় মারছো আত্মাকে।
অথচ প্রেম তার একমাত্র
মোহর ও মরফিন
পরিশোধযোগ্য।

তাকে ছেড়ে দাও।
কাঙ্খিত চুম্বকটির সঙ্গে
চূর্ণ লোহার মতো লিপ্ত হতে দাও
এখনই।

1 টি মন্তব্য: