আঁকশিতে আমরাগুলো
আমার ছায়াতে
বেড়ালের ছায়া দেখি,
আঁশে ভরে যায় দু’চোখ-
মুঠো থেকে পিছলে যাওয়া সাপ
পেঁচিয়ে আল্পনা হয়
সিঁদুর পরিয়ে দিলে
থাবাতে
খইয়ের নগর গড়ে ওঠে...
বোতলের কথা
আকাশের রঙগুলো বোতলে ভরে নাড়াতেই
ঝনঝন করে ওঠে
শরাবে ভূগোল ভিজিয়ে
ইতিহাসে চিটিয়ে,
সরের ওপরে বড়ি দেয় ঠাকুমা...
ইউটিউবে ফুটন্ত ভাত শুনে
আরও এক কিস
আরও এক আপডেটের ফাঁসে
দেয়ালে বোতল ঝুলে রয়-
প্লাস্টিক চোখ
চোখের সামনে ধরলেই
ভিতরের বলটা নড়ে ওঠে
ঠক ঠক ঠক ঠক...
টক, টক নয় তবু-
রক, রক নয় তবু-
শখের পিচকারিতে ভরে ওঠে ফুটপাত
চোখ বেঁধে
ব্ল্যাকবোর্ড শোনে মানচিত্রকে,
মানচিত্রের নীচে ইঁদুর প্রবাদ কাটে
ফ্রী-কিকে ইনসুইং,
বল গলে গেলে
চেয়ে থাকে গোলকিপারের পায়ের ফাঁক-
রাজনীতির কয়েন
ভাতের ফ্যানে চিটিয়ে রয়েছে পিঁপড়েরা।
ছাঁকনিতে ছেঁকে
তাই দিয়ে শাড়ি মাড় দেয় বধূ...
ঝরে-পড়া সিঁদুরের গুঁড়ো
আয়নার সামনেই সংস্কার টুইট করে
'মুখ নয়,
মুখেরই জয়...'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন