পুল পেরনো কবিতা – ১
দুপুর এলে সে আর পিল্টু পুল পেরিয়ে যাওয়ার আগে হাই তোলে
ভাপ
ঢোকে
খুব সহজ কিন্তু, এভাবে নিজেকে না জড়িয়ে একটা স্কুটার দেখা
কি রঙ যেন ছিল
ঘুমিয়ে ছিল শতদল মানে পদ্ম
হফ্তা মানে পুল পেরিয়ে আবন্তিপারে চলে যাওয়া
পদ্ম কি রাজনৈতিক? ভাবতে ভাবতে
একটা বাইকও চলে যায়
ভাপ ঢোকে
সে আর পিল্টু হাই তোলে যখন...
পুল পেরনো কবিতা – ২
সে ধরে আর পিল্টু ছেড়ে দেয়
এই যেমন চাঁদ
এই যেমন চাঁদের আলোয় দেখা রেপ
ধরে ছেড়ে দেয়া সবই কি আর
ঘন
জঙ্গলের গান
বা কোন এক পল্টনের বৌ, মারিয়া ও মারিয়া গানটা মনে নেই?
ধরে ছেড়ে দেয় বলেই ওদের এই পুল
যেন সেতু, এদিকের পিল্টু
ওদিকের সারাসময় ছুঁয়ে থাকে
সে আছে ওদিকেই
চাঁদ তারা ভোর রোদ দাঁত পেস্ট আলু মাছ সে আর পিল্টু
পিল্টু আর সে
যা ধরেছে
তাই ছেড়েছে
কি করুণ চেহারা আজ দেশের, পিল্টু আর সেই তার জন্য
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন