ঘুম
দিন শেষে ফিরলে নরম করে পেরিয়ো চৌকাঠ
কপালের ঘাম কশেরুকার টনটন মুছে নিও
রুমাল উন্মুখ জেনো
ভাব, গনগনে উনুন
শান্তি শান্তি
সম্মার্জনী আড়ালে আপাতত
বিরতি টুংটাং বাসন কোসনে
ছাইগুঁড়ো উড়েছে অনেক
দেশ রাজ্য সীমানা
টানটান স্নায়ু দু’দন্ড জুড়োও
রাইফেল নামুক
কাঁধ প্রিয় আশ্রয়
তেল খায় ম্যাগাজিন
শান্তভাবে নিকেশ হয়
অন্ধকার, শত্তুর শত্তুর!
চৌকাঠ আহ্লাদিত
নিবিড় নিসর্গ কাচ
ছেয়ে আসে নিরর্থক বাঁচা
মুড়ে নেওয়া ব্যক্তিগত
জেগে থাকে কুকুর, বিবেক
ঘুমোচ্ছে ব্যোম ব্যোম আল্লাহু আকবর।
জানতে বুঝতে
খুব স্বাভাবিক। হোঁচট খাচ্ছ। জান না শেকড় নেই। ঝুলন্ত মানুষ কীভাবে পারে ভরসা যোগাতে?
মানুষটি মোটেই পা গাঁথতে চায় না মাটিতে। বলতে চায় না ঠিকানার ঘরবাড়ি। তাতে নিজের নিজের গন্ধ। নিজের বলে আঁকড়ে ধরেই না মাটি বেড়া পুঁথিপত্র গামছা বিছানা! পা জোড়া বড় বিশ্বস্ত সৈনিক। কোথায় কোথায় যায় বিনা ডাকের টানে। অপ্রস্তুত করলে বেইমান ডাকি। পেন্ডুলাম হয়ে পা নাকি আমার ভাবনা। ঠিক হবার আগেই এসে পড়ছে পরবর্তী। মওকা দেনেওয়ালা স্মার্ট হয়ে উঠছে সেই শিক্ষায়। আমিও আরেকটু জানা পুঁটিমাছ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন