বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

কাজল সেন

ঝুরোকবিতা সিরিজ


(১০৯)  

খুলে রাখা হলো সব আলমারির দরজা
জামাকাপড় সরিয়ে রাখা হলো জানালায়
আর যৎকিঞ্চিত গয়নাগাটি বাক্স প্যাঁটরায়
এখন উন্মুক্ত আলমারিতে শুরু হবে ঘোড়দৌড়
বাজি রেখে জিতে নেওয়া যাবে রাজ্যপাট
হয়তো দেখা হতে পারে মাধবীলতার সাথেও
ধূ ধূ ময়দানের শুষ্ক শূন্যতায়


(১১০)

তুমি তো সেই গন্ধসাম্রাজ্যের একমাত্র সম্রাজ্ঞী
আমি কুর্নিশ জানাই তোমার নিরাবরণ লীলায়
কুন্ডলে ভরেছি নির্মল জল
কোষাকোষিতে উদ্ভিন্ন ধান দুর্বাঘাস
এবার না হয় আমায় জলক্রীড়ায় কর আহ্বান
যেখানে যতটা আছে কলাকৈবল্যবাদ
আমি সবটুকু অঞ্জলি পেতে নিয়ে
প্রবেশ করব তোমার গন্ধসাম্রাজ্যের রন্ধনশালায়  


(১১১)

এইমাত্র নক্ষত্ররা খুলে রেখেছে ফুলহাতা জামা
হাল্কা রঙিন আঁচল পেতে বসেছে ঢুলুনি
পৌষমাস কবে আসবে গো আবার
যা বুড়ি এবার তুই হলি গিয়ে থুত্থুড়ি
গায়ে আঁচড় লাগল কী না লাগল মরণদশা
দুধভাত খেয়ে আর কাজ নেই দুধের বড়ই আকাল
ছন্নছাড়া মেয়েগুলো হাতে হাতে পৌঁছে দেয় হরিলুটের বাতাসা


(১১২)

এককাল গিয়ে তিনকাল বাকি আছে আরও
আরও কতকাল এভাবেই পথচলা কতকাল আরও
কতটা সৌন্দর্য নিয়ে সৌন্দর্যনির্মাণ বারবার
ছানাপোনারা এখন বড় হয়ে বড় হবে আরও
কারও কথা না ভেবেই তুমি কাজ কর আরও
ফলাফল যাইহোক শূন্যতাকে আঁকড়ে ধরো আরও


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন