মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

কাজল সেন

ঝুরোকবিতা সিরিজ


(৮৫)      

একটা বল গড়াতে গড়াতে একদিন
এক ফুটফুটে শিশুকন্যার হাতে
আর একটা বল পাক খেতে খেতে এভাবেই একদিন
এক উদ্ভিন্নযৌবনা কিশোরীর হাতে
এবং আরও একটা বল যেদিন এক তপ্তযৌবনা যুবতীর হাতে
উঠে এসেছিল শিল্পীত সুষমায়
সেইদিনই শুরু হয়েছিল এই খেলা
অনেক প্রস্তুতি ও অধ্যাবসায়ের পর
হ্যান্ডবল খেলা


(৮৬)

তার ডাকনাম রমা আর পোশাকী নাম মনোরমা
আমি অবশ্য কোনোদিন সম্বোধন করিনি কোনো নামে
বালি সরাতে সরাতে জল
মাটি সরাতে সরাতে কন্দমূল
সেদিন শেষরাতে বাড়ি এলো রমা বা মনোরমা
কোথায় ছিলি তুই কোথায় ছিলি বাকিরাত
টুপটাপ ঝরে পড়ছিল সাদাহাস
চাঁদের গায়ে চাঁদ লেগেছিল সারারাত   

 (৮৭)     

লটবহর সমেত আমরা তখন যুদ্ধযাত্রায়
পল্টুমামার হাতে খোলা তরোয়াল
বল্টুকাকার হাতে বিবস্ত্র ঢাল
একটা পাড়া ছাড়িয়ে তারপর বেপাড়া
আর সেইসব পাড়ার গায়েই আনপাড়া
যুদ্ধের সেনাপতি দাদু হরিদাস তোপদার
তখন অবশ্য নিছকই দিবানিদ্রায়

যদিও চক্রব্যুহে তিনি নিশ্চিত বাজাবেন শঙ্খনাদ 

1 টি মন্তব্য: