যদি
সন্ধ্যে পায়ে পায়ে জড়িয়ে গায়ে গায়ে
নিপুণ রাতের সাথে মিথুন মুদ্রায়
কোমল গান্ধার মেশে শুদ্ধ ধৈবতে
একাকী চাঁদ ভেজে ভরা জ্যোৎস্নায়
মায়াবী মেঘ হাসে রাতের গালে টোল
দারুণ স্বপ্ন জুড়ে
তারার কথকতা
প্রণয় মেতে ওঠে হৃদি বিভোল
এমনি বারোমাস কবিতা জুড়ে থাক
এমনি চারদিক জ্যোৎস্না ভেসে যাক
প্রাণের পদাবলী প্রণয়ে মেলে যদি
সকল কোলাহল থেমে যাক
কাম
আশাবরী সুর
বাজে তোমার ধমনী, শিরায়, উপশিরায়
তন্ত্রীতে
শরীরের ভাঁজে ভাঁজে
স্বপ্ন দ্রষ্টা পুরুষ
তার খিদে তেষ্টার ডালপালা নিয়ে ঝাঁপায়
উষ্ণ বালিয়াড়ির মরীচিকায়
পড়ে থাকে পুরুষ
মুখ থুবড়ে তার পৌরুষ
দাহ হয় অন্ত্যেষ্টি ছাড়াই
মুখাগ্নি কর না তুমি
ভালোবাসার রাজহংসী তুমি
উড়ে যাও
সোনালি ডানার চিল হয়ে উড়ে যাও
পৃথিবী তোমার চঞ্চুতে বেঁধা
দৃষ্টি থাকে বৃষ্টির অপেক্ষায়
যদি আসে ফিরে তার রাজহংসী, আবার সাঁতরায়
বেহাগ যদি কখনো মেলে ভৈরবী ঊষায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন