শনিবার, ২৫ জুন, ২০১৬

অনীক রুদ্র

উৎসবের দিনে


মেনে নিয়েছি আমরা যে
জনতার প্রতিনিধি হয়ে উৎকোচ বা
কাট-মানি খেয়ে ফেলার দায়িত্ব আপনাদেরই

কাজকর্মের জন্য আপনারাই ব্যবস্থা করে দিয়েছেন
সিন্ডিকেট নামক ব্যবসা-বাণিজ্যের সংঘটন ও স্বীকৃতি
চুরি-ডাকাতি-রাহাজানি, ধর্ষণ... ধর্ষণ করে খুন, গুপ্ত হত্যার
দায়িত্ব জেল নামক সংশোধনাগারে, এমন কী আরোগ্য নিকেতনের
প্রধান মাতব্বর আপনারাই। দেশ ও জাতিকে আরো
প্রশিক্ষিত ও অশিক্ষিত রাখার সার্বিক দায়ভারও আপনারা
স্বেচ্ছায় নিজেদের হাতেই তুলে নিয়েছেন

সরকারী ও বেসরকারী যে সমস্ত জনতা ছা-পোষে ও আনুপূর্বিক
দাসত্ব করে তাদের পুনর্বাসন, শাস্তি, উৎসাহ প্রদান বা
সাহায্যের দায়িত্বও আপনারা নিজেদের কাঁধে ও পকেটে নিয়েছেন
এই কারণে, যে কেবল পকেট-ভারি না হয়ে কাঁধের মধ্যেও যেন
সমতা অক্ষুণ্ণ থাকে

আমাদের এখানে যারা রক্ষিত থাকে ও রক্ষিতা হয়
যাদের সদম্ভ চলাফেরার প্রতিফলিত বিভা ও যৎকিঞ্চিত
কখনো পড়ে আমাদের মুখাবয়বেও কেন জানি না, জানলাম না
বা শিখলামও না, আমাদের দায়িত্ব না আশু কর্তব্য কী

তবে লেখকের দায়িত্ব হলো এই কথাগুলি নানা রকমভাবে
অনেকবার, যত্রতত্র লিখে রাখা...


1 টি মন্তব্য: