বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬

ময়ূরিকা মুখোপাধ্যায়

বেতার


                            ON AIR

Radio mirchi 98.3 fm, its Hot, আমি RJ বর্ষা, নিয়ে এসেছি আপনাদের প্রিয় show ‘রাতকাহন শুনতে শুনতে ঘড়ির কাঁটা বারোর ঘরে তাই এবার আমার চলে যাওয়ার পালা, তবে যাওয়ার পথে ফেলে রেখে যাচ্ছি গান,
কিশোরকুমার from the movie ‘আজনবি’...  
এক আজনবি হাসিনা সে ইয়ু মুলাকাত্ হো গ্যয়ি...
Enjoy
                      
শো শেষ করে আদা-চায়ের কাপটা নিয়ে কেবিনে লো বর্ষা
টেবিলে একটা কোণে করে খানকয়ে চিঠি শ্রোতাদের আবদার...
একটা চিঠিতে হঠাৎ চোখ আটকে গেল, একটা কাগজকে মুড়ে আবার ভাঁজ করা... দেখেই; মনে হচ্ছে খুব অযত্নে লেখা সবসময় কি-প্যাড চাই, পেন ধরতেই গায়ে...

বর্ষা,

আমি আপনার showএর ভীষণ বড় ফ্যান আপনার গলার স্বর না শুনলে আমার ঘুম আসে না আপনি তো আবার কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও নেই আপনাকে দেখতে বড় ইচ্ছে করে ১৬ তারিখের কনসার্টে আপনি নিশ্চয়ই থাকবেন নিজে আপনার সঙ্গে আলাপ করব কাগজটা মোড়ানো, যাতে আপনার চোখে পড়ে তাহলে দেখা হচ্ছে সেদিন!
                                              ইতি-
                                                 আকাশ

লিপবামে মোড়নো হাসিটা কি হঠাৎই? নাকি আগে থেকে ছিল?
একটা কাগজের কয়েকটা কালি ভেজানো শব্দ আজ শুধু ফিতেটা কাটলো!
এক অজানা কা বর্ষার প্রথম গানটা বাজালো তো বটে, কিন্তু সে গানের শুরু  কোথায়?
শেষই বা...

বস-এর ডাকার কারণটা বর্ষার অজানা নয় তবে চারটে ঠান্ডা দেওয়ালে সিদ্ধান্তটা ভাবে যে পরিবর্তন হয়ে যাবে, জানা ছিল না
১৬ তারিখের অনুষ্ঠান হোস্ট করার ব্যাপারে নিজের অজান্তেই হ্যাঁ বলে ফেলেছে বর্ষা ভদ্রলোকের মুখে চওড়া হাসি
তবে শর্ত একটাই...  
যা হবে আড়াল থেকে, ধরা সে কিছুতেই দেবে না...
কি শুধুই এক লুকোচুরি? নাকি ঠান্ডাযুদ্ধ?
যুদ্ধটা কি অজানা আকাশের সাথে?
যুদ্ধটা কি ইন্দ্রজিৎর মতো? মেঘের আড়াল থেকে...
মেঘ তো আকাশে থাকে... আবার বর্ষারও তো মেঘ হয়...

রোহিত ফোনে জানালো, guest-দের আসতে দেরী আছে VIP রোডে একটা আ্যক্সিডেন্টের জন্য আটকে পড়েছে
কনসার্টের ৭০শতাংশ যদিক্যাকটাসকে নিয়ে হয়, তবে বাকি ৩০শতাংশ অবশ্যই বর্ষাকে নিয়ে অতএব পাবলিক সামলানোর দায়িত্ব এখন শুধুই তার

গীটার-ড্রাম-ক্যাকটাস... এইসব কিছুর মধ্যেও কিছু একটা ছিল না... কিছু একটা...
আকাশ ডাকেনি...
নাকি ডেকেছিল... ঝাঁকড়া চুলের কম্পাঙ্কে সে আওয়াজ বর্ষা অবধি পৌছয়নি?
স্বর চিনতে তো তার ভুল হয় না!
তাহলে...


                         ON AIR
                                                                              রেডিওর বাংলা মানেটা হঠাৎ মনে পড়ে গেল... ‘বে’-তার
আজ একটা গান বড় বাজাতে ইচ্ছে করছে... লতা মঙ্গেশকার...কিনারাসিনেমা থেকে...
নাম গুম যায়েগা, চেহেরা ইয়ে দল যায়েগা... মেরে আওয়াজ হি প্যাহেচান হ্যায়, অগ্যার ইয়াদ রহে...’  


                                    
                  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন