শনিবার, ২২ আগস্ট, ২০১৫

বিতস্তা ঘোষাল

বসন্ত

মন খারাপ - সে’ কাল হবে,
কাল কিম্বা পরশু থেকে
এখন কিছুতেই নয়

আজ মন জুড়ে বসন্ত বাতাস।
দুঃখ এলে রোজই বলব
পরে এসো -
আজ নয় প্লিজ্‌...।



বিবর্ণ স্বপ্ন

বিবর্ণ স্বপ্ন? কী হয় সে স্বপ্নে?
শুকিয়ে যায় ধীরে ধীরে
সূর্যের তাপে বাসী ফুলের মতো?
ক্রমে গভীর ক্ষত-
রক্ত পুঁজে ভরা!
কিম্বা জলে ভেজানো,
কাপড়ের মতো নেতিয়ে অবশেষে-
না কি কেবলই বিস্ফোরণ?



প্রতীক্ষা

চলতে চলতে
যদি সেই লাল-নীল পরীর দেখা পাও
বোলো ওদের ডানার একটা পালক
আমার ভ্রু’তে মিশে গেছে-
আমি তাই রঙিন, উজ্জ্বল
পাহাড়ের অন্ধকার গুহায়
যদি সেই রাক্ষসের দেখা পাও
বলে দিও ওর একটা দাঁত
আমার মাথায় গেঁথে গেছে-
যন্ত্রণায় কাতর মাঝে মাঝেই
নদীর ধারে শশ্মানের অশ্বত্থ গাছের
শাকচুন্নী কিম্বা মামদো ভূতকে বোলো
তাদের চুল আমার চুলের জটা
ঝড়ে বড়ই এলোমেলো –
সকলকেই বোলো
ওদের সঙ্গে দেখা হবার প্রতীক্ষায়-
এই জন্মে কিম্বা পরজন্মে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন