শনিবার, ২২ আগস্ট, ২০১৫

জয়শীলা গুহ বাগচী

গাছেরা


()

ফাৎনা নড়ে ওঠে গাছে
গল্পের টুকরো
পাখনা আর লেজে
আদ্যোপ্রান্তে ঘুরছে
এভাবেই চলন্ত গাছ
মজ্জাগত
তবুও অধরা

গন্তব্যের কাছে
মাছ নেই 
গাছ নেই
একটা ইমেজ
একটা গুঁড়ি
হাঁটে না
দৌড়োয় না
থরথর করে কাঁপে
চুপচাপ
নিবিড় জুড়ে ফলন্ত আকাশ
কুসুম কুসুম


()

খুলে ফেলা হলো কান্ড পাতা মূল
এবার আলো জ্বলছে নিভছে
জ্বললে আলোর গাছ
নিভলে আলোর গাছ 
ধারণার শরীর জুড়ে আয়না
ঠিকরে পড়ছে পুরনো স্নান
মেদুর পাশবালিস আগামীর
নাস্তি থেকে অস্তি
অথবা
ফুরনো  চায়ের কাপ
পাতার উৎসবে মেতে
সম্ভাবনা শূন্য হয়ে যায়
গাছের গন্ধ ওঠে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন