করমচা
নামিয়ে নিচ্ছে কেউ
নামানো হচ্ছে
হওয়াটাই বড়
ছোট কেবল এই চাদর
ঢাকা যাচ্ছে না
মোমধোঁয়া থেকে উদোম হচ্ছে পাথর
এবং শিল্প
এবং রাস্তাঘাট থেকে ভিড়
ক্রমে বড় থেকে লেজ
জানালায় ঝুলে আছে
থাকবেই
যতদিন এই বাড়িটায় আছি
শুকনো, করমচা’র রঙে
তোমার জন্য
তোমার কথাই
রাস্তার আগে
দরজার উপরে
ভালোবাসার নীল
ভালোবাসার লাল
কষের দাগ মুছতে মুছতে
তোমার কথাই
স্নানের পর
কৃষ্ণনগরের সেই শরণ
মনে পড়ে
চোখে পড়ে আলোঘর
আর সেই তুমি
প্রগাঢ় ইচ্ছেময় তুমি
টের পাই
সকাল হয়ে আসছে
রোদ্দুর পড়েছে পালকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন