রবিবার, ২৬ জুলাই, ২০১৫

দেবযানী বসু

ফিরবো না জেনে


(১)

ঐ দেখা যায় মরা খিদের নদী 
বিরিয়ানির ইয়ারানায় বোতল বোতল নিরামিষ ধোঁয়া
দৃষ্টির অস্বচ্ছতা নিয়ে খেলা করে
সব বৃষ্টিবিন্দু আর মিনারেল নেই
ট্র্যাম্প চরিত্রের ঢঙে নাচে বন্ধুত্ব
বুকে দোআঁশলা মাটি লেপছে কেউ
হঠাৎ করে তিস্তা লাফিয়ে আসে কাবেরির দেশে
আর আমার ফাঁকা বোতল খুঁজতে খুঁজতে বর্ষা ফর্সা



(২)

কাচের দাঁতের হাসির সময় এখন
ডেটলের প্রতিশ্রুতি কাজ করবে না
ব্লাইন্ড ডেটের সংলাপ অনলাইনে ঝাঁটা কেনার সুড়সুড়ি দেয় 
ওহ জল তোমাকে নিনড় প্রিয় মধু পাচ্ছি 
বর্ষার কামিনী ফ্লসারা মেনিমুখো হাওয়াকে ঝাপট মারছে
স্মৃতি খোলস ছেড়ে সবুজ হলো
নিমন্ত্রণ চোখের কাজলে কাজলে কিশোর 
 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন