শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫

দেবযানী বসু

মা আছে   

             

                 
পাতাঝরা একটা শিরীষ গাছকেই বাছা হলো। সাদা ক্রেপ কাগজের থোকা থোকা ফুল  তৈরি করে ডাঁটিতে সেলোটেপ দিয়ে গাছে সাঁটালামআগুনের খেলা মনে শান্তি আনবার জন্যেচার্চের ঘড়ি ঝলসে উঠছে।

গো অ্যাজ ইউ লাইকের ইন্দিরা গান্ধী কী ধরনের জুতো পায়ে পড়বে এটা নিয়ে  সমস্যা হতেই, লেটুস ওর দড়ির জুতোটা ধার দিলজুতো আনতে গিয়ে চোখে পড়ল খাটের তলায় চকোলেট আর আপেলের ট্রেলেটুসের বিজ্ঞানপাগল বাবা বললেন, ওটা ব্রুনোর কাজব্রুনো নামকরণ জিওরদানো ব্রুনো থেকেআজ নাকি সান্টা ক্লজের জন্মদিন! সান্টাকে উপহার দিতে হবেলেটুসের মনে প্রশ্ন থেকে যায়, অ্যাডভারবিয়াল  ক্লজ ও নাউন ক্লজের চ্যাপ্টারে সান্টা ক্লজ কেন পড়ান হয় না আশ্চর্য!  

ব্রুনো মায়ের ছবির সামনে এসে প্রণাম করলমনে মনে চোরেদের শাস্তি দাবি করল। আর দাদা যেন গো অ্যাজ ইউ লাইকে উপহারটা আনতে পারেবাবার বহু পুরনো  একটা রাক্ষস খোক্ষসের বই স্কুলে উপহার পাওয়া স্টোররুমে তোলা আছেমাকে চোরেরা ধরে নিয়ে গেছেচোরেরা সুইমিংপুলে লুকিয়ে ছিল। সেভাবে কেউ সাঁতার কাটত না বলে কালো মাথায় বেগুনি ঝলক খেলানো হাঁসেদের সংসার ছিল।

রুবি আন্টির কথা লেটুস একটু জানে। তার একটা ড্রেসিং গাউন ছাড়া আলমারিতে আর কিছু নেই। আর আছে একটা টিপের পাতা।                      

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন