সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪

০৭) সোনালি বেগম



সোনালি বেগম

ফিরে দেখা

জীবন মেপে মেপে সকাল থেকে দুপুর
এখন নিঃশব্দ সন্ধের আকাশ
যুদ্ধের দামামা-ক্ষিপ্ত বাতাস
মানুষের রূপ ধরে বহুকাল
পশুর অহংকারে
অনাথ বাচ্চাদের ভিড়ে
ক্ষোভ ও দুর্দশা মৃত্তিকা-গভীরে
রঙিন প্রিজমে ফিরে দেখা জন্ম-মৃত্যু
দাউদাউ অগ্নি-অক্ষরে


শৃঙ্খল

কোল্ড ড্রিংকস শব্দছক পার্ক
চিরঋণী অন্তস্পর্শ
হাহাকার জ্বলন
তিন তালাক কত সহজ সমাধান!
দুর্ভিক্ষ মহাযুদ্ধ
পাখির বাসায় বসবাস
স্বাধীন পায়ে দাঁড়াতেই ভেঙে পড়ল শৃঙ্খল --
রক্ মিউজিক তীব্র আক্রোশে মাখামাখি হেডফোন
প্রতিধ্বনি বাতাসে


বিনির্মাণ

মূলস্রোতে ভাসতে থাকে কুলগর্ব শরীর
পদানত শ্রম বশ্যতা ও বন্দিত্বের ইতিহাস
আদিম মধ্যযুগ ছাড়িয়ে শেষ হয়নি হোমওয়ার্ক
বারমহল থেকে অন্দরমহল সেঁচে জাগ্রত প্রভু-সমাহার
কর্মস্থান বাসস্থান বিভাজন ভেদরেখা
বিনামূল্যের দাসী বুঝে নেয় ক্ষত ও ক্ষতির বিনির্মাণ
সেলুলয়েড পৃথিবী বিরোধ বিচ্ছেদে মেতে ওঠে অবিরাম
ঢেকির ওঠানামা দৃশ্যত আবহমান
ধ্বস্ত নারীর চরম উচ্চারণ শ্রমার্জিত সংসারের অধিকার







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন