সোনালি বেগম
আঁধি
সামনা সামনি বসে
কথা নয়, মোবাইলের
ওপার থেকে
আঁধি-তুফান ভেসে আসে।
বৈশাখে
শিলাবৃষ্টি উত্তর ভারতে গম
চাষের ক্ষতি হয়ে
গেল। কালচে বেগুনি
রঙের আকাশ ঘিরে
তান্ডব। কোথাও ট্রাক্টর,
কোথাও লাঙল নিয়ে
ব্যস্ত কৃষক।
খুন্তি-হাতায় হাত
চলে সারাদিন – সে তো
রাঁধুনি গৃহবধূ।
রেডিয়েশন
সমুদ্রের কাছে
গিয়ে অশ্রুপতন।
বাসন ধোয়ার পাউডার
ছিটকে পড়ছে
চোখে। জল-হাত মিলেমিশে ধ্রুপদ
সংগীত।
ব্রিটেনের
প্রিন্স উইলিয়াম আর
কেট্ মিডলটন জর্ডনে
হানিমুন নিয়ে
ব্যস্ত খবর।
জাপানের ফুকুশিমা
নিউক্লিয়ার প্লান্ট
থেকে বেরিয়ে আসছে
রেডিয়েশন –
কেঁপে উঠছে
মানবজাতির মসৃণ হাত।
ধকধক...
নিমগাছ জুড়ে কাক
শালিখ চড়ুই কবুতর
ব্রিজ ধোঁয়া
রং...। কথোপকথন। স্পেস মিশন।
পর্বতগাত্রের
বরফকুচি গড়িয়ে পড়ছে, উত্তাল
আগ্নেয়গিরি। গতকালের গল্পগাথায় ভিজছে
পাইন দেবদারু বন।
হৃদয় হৃদয়ের কথা শুনছে।
ধকধক...। অ্যাকোয়ারিয়াম তোলপাড় ক্লাউন-মাছ।
ম্যাকাও-এর পালকে
জঙ্গল জঙ্গম হয়ে উঠছে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন